যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় রিকশাচালক নিহত
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১২:৩৯ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীতে কাভার্ডভ্যানের চাপায় বাবুল হাওলাদার সাগর (৪৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাবুল হাওলাদারের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের মদনপুর এলাকায়। তিনি বর্তমানে যাত্রাবাড়ীর শনিরআকড়া এলাকায় বসবাস করতেন এবং স্ত্রী ও দুই সন্তানের জনক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় বাবুল হাওলাদারকে উদ্ধার করে সকাল সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : বগুড়ায় ছাত্রদলে যোগ দিলেন নাগরিক ছাত্র ঐক্যের নেতা

ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শাহনেওয়াজ জানান, কাজলা টোলপ্লাজার অদূরে ব্যাটারিচালিত অটোরিকশার যান্ত্রিক ত্রুটি সারানোর সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft