নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধারে মুন অ্যালার্ট ও হেল্পলাইন চালু
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ১:৪৫ পিএম

সিআইডি ও অ্যাম্বার এলার্ট ফর বাংলাদেশের যৌথ উদ্যোগে নিখোঁজ শিশুদের দ্রুত উদ্ধার করতে চালু করা হয়েছে মুন অ্যালার্ট ও টোল ফ্রি হেল্পলাইন ১৩২১৯। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে মালিবাগ সিআইডি সদর দফতরে এটি উদ্বোধন করা হয়। 

এসময় সিআইডি প্রধান বলেন, কোন বাচ্চা হারিয়ে গেলে এই অ্যালার্টের মাধ্যমে হারানো শিশু বাচ্চার সব তথ্য পুলিশ স্টেশন, ফেসবুক, টুইটার, এটিএম বুথ, মেট্রোরেলসহ সব জায়গায় দ্রুত ছড়িয়ে দেয়া হবে। 

সিআইডি প্রধান বলেন, প্রথম তিন ঘণ্টার মধ্যেই খুঁজে বের করার জন্য কাজ করবে তারা। এসময় শিশু অপরাধ দমনে কার্যকর উদ্যোগের কথা জানান সিআইডি প্রধান। 

আরও পড়ুন : ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটে নির্ধারণ হবে বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধান উপদেষ্টা

বলেন, মোবাইলে কোনও বাচ্চার সেক্সুয়াল ছবি তুললেই, সেটারও অ্যালার্ট চলে যাবে সিআইডির হাতে। এসময় সবাই মিলে একতাবদ্ধ হয়ে কাজ করার কথা বলেন তিনি। 

পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও অপরাধ নিয়ন্ত্রণে এগিয়ে আসার আহ্বান করেন সিআইডি প্রধান। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft