টাঙ্গাইলে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২:৩৫ পিএম

টাঙ্গাইলে জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার দুপুরে টাঙ্গাইল সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর কার্যালয়ে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। জেলা জাতীয় পার্টির সহ-সাধারণ সম্পাদক আবু ছাইদ আজাদের নেতৃত্বে টাঙ্গাইল জেলার চরাঞ্চলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বিএনপিতে যোগদান করেন।

যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু প্রমুখ। এ সময় জাতীয় পার্টি থেকে আগত নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে দলে যোগ দেন।

আরও পড়ুন : রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

অনুষ্ঠানে বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এ দেশ আমাদের সবার। তারেক রহমান বলেছেন- ‘ভোট দেব ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।’ আজ যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের আন্তরিক স্বাগতম। আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে ২০২৪ সালের আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। আমরা ১৯৭১ সালের চেতনা বুকে ধারণ করি এবং ২০২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাব। বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বের কোনো বিকল্প নেই।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft