প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২:৩১ পিএম আপডেট: ১২.০১.২০২৬ ৬:০৯ পিএম

জাতিসংঘের সর্বোচ্চ আদালত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ সোমবার থেকে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দায়ের করা ঐতিহাসিক মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু হচ্ছে। পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে মামলাটি দায়ের করে। এক দশকেরও বেশি সময়ের মধ্যে এটিই প্রথম কোনো গণহত্যা সংক্রান্ত মামলা, যা আইসিজেতে পূর্ণাঙ্গ শুনানিতে গড়াল।
এদিকে, রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানিতে সাক্ষ্য দিতে যাচ্ছেন তিনজন রোহিঙ্গা। তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং। সোমবার (১২ জানুয়ারি) ঢাকায় অবস্থিত কানাডিয়ান হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, আইসিজেতে সাক্ষ্য দিতে যাওয়া রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিন ধরে চলমান নিপীড়ন ও সহিংসতা, অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় তাদের সংগ্রাম এবং আন্তর্জাতিক জবাবদিহিতার গুরুত্ব নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা প্রতিনিধিরা আইসিজের মামলায় ভুক্তভোগীদের কণ্ঠস্বর তুলে ধরাসহ বিভিন্নভাবে সমর্থন দেওয়ার জন্য কানাডার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কানাডার হাইকমিশনার সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে তাদের সাহসিকতার প্রশংসা করেন এবং মানবাধিকার, জবাবদিহিতা ও আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতি কানাডার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, রোহিঙ্গাদের মর্যাদা, ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিতের প্রচেষ্টায় কানাডা অবিচল থাকবে। নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) এই শুনানি শুরু হবে। টানা তিন সপ্তাহ ধরে এ শুনানি চলবে।
জ/উ