ভিন্নরকম দুই গল্পে কেয়া পায়েল
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১২:১৩ পিএম

নানা ধরনের চরিত্র পর্দায় তুলে ধরার নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন কেয়া পায়েল। সে কারণে গৎবাঁধা গল্প থেকে সরে এসে সেই কাজটি বেছে নিচ্ছেন, যেখানে দর্শক তাকে নতুনরূপে আবিষ্কারের সুযোগ পাবেন। এই ভাবনা থেকে এবার বেছে নিয়েছেন বেশ কিছু ভিন্ন ধাঁচের গল্পের নাটক; যার মধ্যে ‘টিপু সুলতান’ নামের নতুন একক নাটক সদ্য প্রকাশ পেয়েছে ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে। কাহিনি লেখার পাশাপাশি নাটকটি পরিচালনা করেছেন এ কে পরাগ। এতে আরও একবার কেয়া পায়েলের বিপরীতে দেখা মিলেছে অভিনেতা মুশফিক আর ফারহানকে।

এদিকে মুশফিক আর ফারহানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা আরেকটি নাটক শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে। নাটকের নাম ‘ইউ অ্যান্ড মি ফরএভার’। অবয়ব সিদ্দিকীর কাহিনি নিয়ে নাটকটি পরিচালনা করেছেন রাইয়ান মাহমুদ। শিগগিরই জাগো এন্টারটেইনমেন্ট থেকে নাটকটি দর্শকের জন্য উন্মুক্ত করা হবে বলে কেয়া পায়েল জানান।

আরও পড়ুন : পোশাকে স্বামীর পদবি, আলোচনায় আলিয়া ভাট

তার কথায়, মুশফিক আর ফারহানের সঙ্গে যতগুলো নাটকে অভিনয় করেছেন, তার বেশির ভাগই দর্শকের মাঝে সাড়া ফেলেছে, যে কারণে তাদের জুটি করে নির্মাতারা বেশ কিছু নতুন নাটকের কাজে হাত দিয়েছেন। কেয়া পায়েল বলেন, ‘শুধু জনপ্রিয়তার মোহে অভিনয় করে যাচ্ছি- বিষয়টি এমন নয়। অভিনয়ের মধ্য দিয়ে নিজেকে পরিণত শিল্পী হিসেবে তুলে ধরার চেষ্টা ছিল সব সময়। এ কারণে জনপ্রিয়তার স্রোতে গা না ভাসিয়ে সেই কাজগুলো বেছে নিচ্ছি, যেগুলো দর্শকের মনে ছাপ ফেলে যাবে। অভিনয় ক্যারিয়ারের এ পর্যায়ে এসে আমার উপলব্ধি যে, দর্শকের মনে স্থায়ী আসন করে নিতে হলে ভালো কাজের বিকল্প নেই। অভিনয় নিয়ে এক ধরনের নিরীক্ষাও চালিয়ে যাচ্ছি।’

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft