প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৫:১৫ পিএম

নারায়ণগঞ্জ-৩ আসনে (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী গোলাম মসীহ’র বিরুদ্ধে গোপনে নারীদের নিয়ে ধর্মীয় তালিমের নামে নির্বাচনি প্রচারণা করে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। শনিবার (১০ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত সোনারগাঁ উপজেলার পৌরসভা সংলগ্ন পোদ্দার বাড়িতে প্রায় তিন শতাধিক নারীকে নিয়ে গোপনে নির্বাচনি প্রচারণা করেন।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলে স্থানীয় গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গেলে তাদেরকে বাধা সৃষ্টি করে জিম্মি করে রাখেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম ঘটনাস্থলে গিয়ে সত্যতা পেলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে হাতপাখা মার্কার প্রার্থীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এমন কর্মকাণ্ড যেনো পরবর্তীতে না করা হয় সে বিষয়েও সতর্ক করেন।
সরেজমিনে গেলে দেখা যায়, সাবেক সৌদি রাষ্ট্রদূত ও জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য, সদ্য ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী (হাত পাখা) গোলাম মসীহ পৌরসভার তার পোদ্দার বাড়িতে স্ত্রী বেগম ঝিনুকের নেতৃত্বে তালিমের নাম করে ছবি সম্বলিত লিফলেট দিয়ে নির্বাচনি প্রচারণা করছেন। এ সময় খবর পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে তার সমর্থকরা সাংবাদিকদের বিভিন্নভাবে হেনস্থা করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পেয়ে প্রার্থীকে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রাথমিকভাবে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেন ও সতর্ক করেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রার্থী গোলাম মহীহ জানান, তার বাড়িতে ইসলামীক তালিম হচ্ছিল। তবে তার স্ত্রী বেগম ঝিনুক ও স্থানীয় মরিয়ম নামের একজন নারী এ আয়োজন করেন। কে বা কারা তার প্রচারপত্র বিলি করেছে তা জানা নেই। এক পর্যায়ে তিনি বলেন, অন্যান্য প্রার্থীরা প্রচারণা করলে কোনো দোষ নেই, আমি করলে দোষের কী?
নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফাইরুজ তাসনিম বলেন, গোপনে মহিলাদের নিয়ে নির্বাচনি প্রচারণা করছে এমন খবর পেয়ে ঘটনার সত্যতা পেয়ে ও নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরণের আচরণবিধি লঙ্ঘন করলে যেকোনো প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
জ/উ