শীতের ভরা মৌসুমেও উত্তপ্ত কাপাসিয়ার বাজার: সবজির দাম বৃদ্ধিতে মধ্যবিত্তের নাভিশ্বাস
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ১:৫০ পিএম

শীতের ভরা মৌসুমে যেখানে বাজারে শাকসবজির সরবরাহ উপচে পড়ার কথা এবং দাম সাধারণ মানুষের নাগালে থাকার কথা, সেখানে উল্টো চিত্র দেখা যাচ্ছে গাজীপুরের কাপাসিয়ায়। মাত্র দুদিনের ব্যবধানে প্রতিটি সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।

বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনীয় এসব পণ্য। শনিবার (১০ জানুয়ারি) সকালে কাপাসিয়া সদর বাজার ঘুরে দেখা যায়, আলু, পেঁয়াজ, লাউ, মুলা, লাল শাক, পালং শাক, পুঁইশাক, শিম, ফুলকপি, মিষ্টি কুমড়া,গাজর,বাঁধাকপি ও বেগুনের দাম আকাশচুম্বী। 

গত দুদিন আগেও যে সবজিগুলো সাধারণ মানুষের হাতের নাগালে ছিল, আজ তা কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। সাধারণত শীতকালে সবজির দাম কম থাকলেও এবারের পরিস্থিতি সম্পূর্ণ ব্যতিক্রম।

আরও পড়ুন : নেত্রকোনায় এলএসটিডি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে ধান চাষের উপকরণ বিতরণ

বাজারের বর্তমান পরিস্থিতি নিয়ে কৃষক মাহাবুবুর রহমান জানান, শীতের এই সময়ে ফলন ভালো হলেও সার, বীজ ও পরিবহণ খরচ আগের চেয়ে অনেক বেশি। এছাড়া কুয়াশা ও আবহাওয়ার কারণে কিছু ফসলের ক্ষতি হওয়ায় বাজারে সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে, যার প্রভাব পড়ছে দামে।

অন্যদিকে, বাজারে সদাই করতে আসা ক্রেতা নূরুল আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ভেবেছিলাম শীতের সময় একটু কম দামে সবজি পাবো। কিন্তু বাজারে এসে দেখি অন্য চিত্র। দুই দিন আগের তুলনায় প্রায় প্রতিটি সবজির দাম কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে। আমাদের মতো মধ্যবিত্তদের জন্য এখন আর মাছ-মাংস তো দূরের কথা, সাধারণ সবজি কেনাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, তদারকি জোরদার না করলে সিন্ডিকেটের কবলে পড়ে সাধারণ মানুষের কষ্ট আরও বাড়তে পারে। স্থানীয় প্রশাসন ও বাজার কমিটির দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft