নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রির দায়ে ১ লাখ টাকা জরিমানা
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৪:১৯ পিএম

শেরপুরের নালিতাবাড়ীতে ভেজাল সার বিক্রির দায়ে আবু সালেহ নামে এক খুচরা সার ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ১০ জানুয়ারি শনিবার উপজেলার সন্ন্যাসীভিটা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিনের নেতৃত্বে অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা অংশ নেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সন্ন্যাসীভিটা বাজারে অনুমোদনবিহীনভাবে অনলাইনে ক্রয়কৃত ভেজাল ডিএপি সার বিক্রির অভিযোগে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। পরে ওই বাজারের খুচরা সার ডিলার আবু সালেহের দোকান থেকে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখা ১০ বস্তা ভেজাল ডিএপি সার জব্দ করা হয়। পরে ওই ডিলারকে মোবাইল কোর্ট আইন, ২০০৯ এর ৭(২) ধারার বিধান মোতাবেক ১ লাখ টাকা জরিমানা করা হয়। জব্দকৃত সার ঘটনাস্থলেই বিনষ্ট করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন : বয়স শত ছুঁইছুঁই, শীতের রাতে অসহায় জীবন রহিম বাদশার

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন দৈনিক জবাবদিহিকে জানান, 'কৃষকদের স্বার্থ সংরক্ষণ এবং ভেজাল সার বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভেজাল সার বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।'

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft