মুছাব্বির হত্যায় নির্বাচনের পরিবেশ ক্ষুণ্ন হবে না: সালাহউদ্দিন
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:১৭ পিএম আপডেট: ০৮.০১.২০২৬ ৫:৩৫ পিএম

রাজধানীর কারওয়ান বাজারে স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনাকে ‘বিচ্ছিন্ন’ বলে অভিহিত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে। তবে এ ধরনের ঘটনা নির্বাচনে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন : নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার সব পদক্ষেপ নেওয়া হয়েছে: ইসি সানাউল্লাহ

সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে একটি গোষ্ঠী অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু দেশের সব রাজনৈতিক দল নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে এবং শেষ পর্যন্ত সফলভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিয়ে অন্য রাজনৈতিক দলগুলোর অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যদি কারও কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তবে তারা সরাসরি নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে পারেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর নিয়ে তিনি স্পষ্ট করেন যে, এই সফর কোনো নির্বাচনি প্রচারণা নয়। সালাহউদ্দিন আহমদ বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতেই তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন। শহীদদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা। এখানে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ নেই।”

দলের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “বিএনপি একটি বৃহৎ দল, তাই অনেক যোগ্য নেতাকেও চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়েছেন, তাদের অনেকের বিরুদ্ধে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রয়োজনে আরও আলোচনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, গত বুধবার রাতে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুছাব্বিরকে লক্ষ্য করে ৫ রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। এ সময় তার সাথে থাকা তেজগাঁও থানা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও গুলিবিদ্ধ হন। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাঠকের কলাম   হত্যা   নির্বাচন   বিএনপি   সালাহউদ্দিন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft