প্রকাশ: বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬, ৫:২১ পিএম আপডেট: ০৮.০১.২০২৬ ১০:৩২ পিএম

রপ্তানি আয় ও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দ্রুত গ্রাহকের কাছে পাঠাতে ব্যাংকগুলো নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার ( ৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক থেকে এ সম্পর্কিত একটি সার্কুলার জারি করে সব অথরাইজ ডিলার ব্যাংকে পাঠানো হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, ব্যাংকিং সময়ের মধ্যে রেমিট্যান্স এলে তা একই দিনে এবং ব্যাংকিং সময়ের পর এলে পরবর্তী কর্মদিবসে গ্রাহকের হিসাবে জমা দিতে হবে।
বৈধপথে ব্যাংকিং চ্যানেলে দেশে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের আরও বেশি মনোযোগ আকর্ষণ এবং ব্যাংকগুলোকে রেমিট্যান্স ব্যবস্থাপনায় আরও বেশি দক্ষ হতে বাংলাদেশ ব্যাংক এমন নির্দেশনা দিয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে রেমিট্যান্সের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহককে জানাতে হবে। দ্রুত লেনদেন সম্পন্ন করতে ব্যাংকগুলোকে আধুনিক ও সহজ প্রক্রিয়া ব্যবহার করতে হবে। প্রয়োজনীয় তথ্য থাকলে কিছু কাগজপত্র বা যাচাই পরে করলেও আগে গ্রাহকের হিসাবে টাকা জমা দেওয়া যাবে। তবে যেসব ক্ষেত্রে পরে যাচাই করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে টাকা জমার আগে যাচাই শেষ করে সর্বোচ্চ তিন কর্মদিবসের মধ্যে লেনদেন শেষ করতে হবে।
রেমিট্যান্স আরও হিসাব মেলানোর কাজ ৬০ মিনিটের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, রেমিট্যান্স গ্রহণ থেকে গ্রাহকের হিসাবে জমা পর্যন্ত পুরো প্রক্রিয়া সহজে বোঝার জন্য একটি বিশেষ ট্র্যাকিং নম্বর ব্যবহারের কথা বলা হয়েছে। ডিজিটাল বৈদেশিক মুদ্রা ব্যবস্থাও আরও শক্তিশালী করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
নতুন নির্দেশনা জারির সঙ্গে সঙ্গে এটি কার্যকর হয়েছে।
তবে, নতুন এ নির্দেশনা পুরোপুরি বাস্তবায়ন করতে ব্যাংকগুলো চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সময় পাবে।