‘অ্যাভেঞ্জার্স’ সিনেমার চাঞ্চল্যকর তথ্য ফাঁস!
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:৪৩ পিএম

মার্ভেল ভক্তদের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। বহুল প্রতীক্ষিত ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে জল্পনা-কল্পনা। এরই মধ্যে তিনটি টিজার লিক হয়েছে, যার মধ্যে দুটি অফিশিয়ালি মুক্তি পেয়েছে। তবে এবার আলোচনার কেন্দ্রে এসেছে একেবারেই ভিন্ন ও চাঞ্চল্যকর তথ্য-অ্যাভেঞ্জার্সের লোগো বিশ্লেষণ করে সিনেমার ফলাফল অনুমান!

সামাজিক যোগাযোগমাধ্যম ‘রেডিট’ এর থিওরি অ্যাভেঞ্জার্স সিরিজের সব সিনেমার লোগো বিশ্লেষণ করে দাবি করেছেন, লোগোর ‘A’ অক্ষরের পাশে ও নিচে থাকা সার্কেলই নাকি বলে দেয়, অ্যাভেঞ্জার্স জিতবে নাকি হারবে!

লোগোতেই লুকানো ইতিহাস

অ্যাভেঞ্জার্স (২০১২) : লোগোতে ‘A’-এর পাশে ও নিচে পূর্ণ সার্কেল ছিল। ফলাফল? অ্যাভেঞ্জার্স দল শক্তিশালী শত্রুর কাছে পরাজিত হয়নি।

অ্যাভেঞ্জার্স: এজ অব আল্ট্রন (২০১৫) : এখানেও ছিল পূর্ণ সার্কেল। শেষ পর্যন্ত দলটি টিকে যায়, বড় কোনো পরাজয় নয়।

অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার (২০১৮) : লোগোতে পাশে সার্কেল থাকলেও নিচে কিছু ছিল না। ফল-থেনসের কাছে ভয়াবহ পরাজয়, বহু চরিত্র ধুলোয় মিশে যায়।

অ্যাভেঞ্জার্স: এন্ড গেম (২০১৯) : আবারও পূর্ণ সার্কেল ফিরে আসে। অ্যাভেঞ্জার্স জয়ী হয়, থেনস পরাজিত হয় এবং হারিয়ে যাওয়া চরিত্ররা ফিরে আসে।

ডুমসডে ও সিক্রেট ওয়ার্স: কী বলছে লোগো?

২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ সিনেমার লোগো ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ‘A’-এর পাশে ও নিচে হাফ সার্কেল। রেডিটের থিওরি বলছে, এর অর্থ-এই সিনেমায় অ্যাভেঞ্জার্স দল পুরোপুরি হারবে না, বরং শক্তিশালী শত্রুর বিরুদ্ধেও তারা টিকে থাকবে।

অন্যদিকে, ২০২৭ সালের ‘অ্যাভেঞ্জার্স: সিক্রেট ওয়ার্স’-এর লোগো আরও ভয়ের ইঙ্গিত দিচ্ছে। এখানে ‘A’-এর পাশে হাফ সার্কেল থাকলেও নিচের অংশটি অনুপস্থিত। 

অনেকেই মনে করছেন, এটি হতে পারে আরেকটি ইনফিনিটি ওয়ার মুহূর্ত-যেখানে অ্যাভেঞ্জার্স বড় ক্ষতির মুখে পড়বে, অনেক চরিত্র হারিয়ে যেতে পারে।

যদিও মার্ভেল স্টুডিওসের পক্ষ থেকে এসব ব্যাখ্যার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি নেই, তবুও লোগো বিশ্লেষণ ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft