প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:৩৩ পিএম

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রধান কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হয়েছেন রুবেন আমোরিম। ক্লাবের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সম্পর্কের অবনতি এবং সাম্প্রতিক সময়ে মাঠের ভেতর ও বাইরে হতাশাজনক পারফরম্যান্সের কারণে তাকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে ইংলিশ সংবাদমাধ্যম।
৪০ বছর বয়সী পর্তুগিজ কোচ আমোরিম ইউনাইটেডের দায়িত্ব ছাড়লেন মাত্র ১৪ মাসের অস্থির সময় পার করার পর। তার সময়ে দলটি ধারাবাহিকতা খুঁজে পায়নি, যার প্রভাব পড়েছে ফলাফলে।
পরিসংখ্যান অনুযায়ী, আমোরিমের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড ৬৩ ম্যাচে মাত্র ২৪টিতে জয় পেয়েছে। জয়ের হার ৩৮.৭১ শতাংশ, যা ক্লাবের ইতিহাসে অন্যতম দুর্বল কোচিং রেকর্ড। সবশেষ ১৯৭১ সালে ফ্রাঙ্ক ও’ফ্যারেলের সময় ইউনাইটেড এমন দুর্বল পরিসংখ্যান দেখেছিল।
ক্লাব সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে বোর্ড ও ক্লাবের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আমোরিমের মতবিরোধ তীব্র আকার ধারণ করে। বিশেষ করে ক্লাব পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে তাঁর প্রকাশ্য সমালোচনায় সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। শেষ পর্যন্ত এই দ্বন্দ্বই তাঁর বিদায়ের কারণ হয়।
অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউনাইটেডের সাবেক মিডফিল্ডার ড্যারেন ফ্লেচার। নতুন স্থায়ী কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত তিনিই দল পরিচালনা করবেন বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
জানুয়ারির দলবদল মৌসুমের মাঝপথে কোচ বরখাস্ত হওয়ায় ইউনাইটেডের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বোর্ড দ্রুত সময়ের মধ্যে নতুন কোচ নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রিমিয়ার লিগে রোববার লিডস ইউনাইটেডের বিপক্ষে ১–১ গোলে ড্র ছিল আমোরিমের শেষ ম্যাচ। ক্লাবের প্রধান নির্বাহী ওমর বেরাদা এবং ফুটবল পরিচালক জেসন উইলকক্সসহ শীর্ষ কর্মকর্তারা তাঁর সঙ্গে সম্পর্কের অবনতিকে গুরুত্ব দিয়ে দেখেন বলে জানা গেছে।
২০২৪ সালের ডিসেম্বরের শুরুতে ইউনাইটেডের দায়িত্ব নিয়েছিলেন আমোরিম। তাঁর অধীনে চলতি মৌসুমে ২০ ম্যাচ শেষে দলটি রয়েছে লিগের ষষ্ঠ স্থানে, যদিও মৌসুমের শুরুতে শীর্ষ চারে থাকার লক্ষ্য নির্ধারণ করেছিল ক্লাবটি।
অন্তর্বর্তীকালীন কোচ ড্যারেন ফ্লেচারের অধীনে আগামী ম্যাচে বার্নলির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে মাঠে নামতে পারে ইউনাইটেড। স্থায়ী কোচ নিয়োগের ক্ষেত্রে গ্রীষ্মকাল পর্যন্ত অপেক্ষা করতে পারে ক্লাব-এমন ইঙ্গিতও দিয়েছে সংবাদমাধ্যম।
জ/ই