মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তিতে খেলার আমন্ত্রণ পেল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৪:৩৫ পিএম

মালদ্বীপ ফুটবলের গৌরবময় ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ আন্তর্জাতিক চার জাতির ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএএম) এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পাঠিয়েছে।

১৯৫০ সালে মালদ্বীপে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে এফএএম প্রতিষ্ঠিত হয়। চলতি বছর সংস্থাটির ৭৫ বছর পূর্তি উপলক্ষে দেশটিতে বড় পরিসরে ফুটবল উৎসবের আয়োজন করা হচ্ছে। সেই আয়োজনের অংশ হিসেবে প্রস্তাবিত চার জাতির টুর্নামেন্টে স্বাগতিক মালদ্বীপের পাশাপাশি বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সম্প্রতি মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ইতোমধ্যে শ্রীলঙ্কা এই টুর্নামেন্টে অংশগ্রহণ নিশ্চিত করলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।

আরও পড়ুন : ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রুবেন আমোরিম বরখাস্ত

বাফুফে সূত্র জানায়, জাতীয় দলের ব্যস্ত সূচি এবং প্রস্তুতির বিষয়গুলো বিবেচনা করে খুব শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এফএএম-এর পরিকল্পনা অনুযায়ী, টুর্নামেন্টটি আগামী জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, মালদ্বীপ ফুটবলের বড় কোনো বার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের ঘটনা নতুন নয়। এর আগে ২০০০ সালে মালদ্বীপ ফুটবলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে অনুরূপ একটি আসর অনুষ্ঠিত হয়েছিল। সেই টুর্নামেন্টে বাংলাদেশ তিনটি ম্যাচ খেললেও দুটি ড্র ও এক হার নিয়ে সন্তোষজনক ফল পায়নি। ওই আসরে স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে শিরোপা জিতেছিল শ্রীলঙ্কা।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft