গার্সিয়ার হ্যাটট্রিকে বেতিসকে উড়িয়ে দিল রিয়াল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১:১৩ পিএম

গঞ্জালো গার্সিয়া হ্যাটট্রিকে রিয়াল বেতিসকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে এই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমে দাঁড়াল চার পয়েন্টে।

নভেম্বরে কিছুটা ছন্দপতনের আগে টেবিলের শীর্ষে থাকা জাবি আলোনসোর দল এখন ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। শনিবার এস্পানিওলকে হারানো বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা শীর্ষে রয়েছে। অন্যদিকে বেতিস ২৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।

লা লিগার সর্বোচ্চ গোলদাতা কিলিয়ান এমবাপ্পে হাঁটুর চোটে বাইরে থাকায় তার অনুপস্থিতিতে দায়িত্বটা দারুণভাবে সামলান ২১ বছর বয়সী গঞ্জালো গার্সিয়া। গত বছর ফিফা ক্লাব বিশ্বকাপে চার গোল করে নজর কাড়া এই তরুণ ২০তম মিনিটে রদ্রিগোর নিখুঁত ক্রস থেকে দূরের পোস্টে একা দাঁড়িয়ে হেড করে গোল করে রিয়ালকে এগিয়ে দেন।

আরও পড়ুন : সিলেটকে উড়িয়ে চট্টগ্রামের জয়

দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেদেরিকো ভালভের্দের লং বল থেকে চমৎকার বুক কন্ট্রোলের পর ভলিতে নিজের দ্বিতীয় গোলটি করেন গার্সিয়া। এরপর রদ্রিগোর আরেকটি ক্রস থেকে হেড করে ব্যবধান বাড়ান রাউল আসেনসিও। ৬৬তম মিনিটে বেতিসের হয়ে কুচো হার্নান্দেজ একটি গোল শোধ দেন।

৮২তম মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন গার্সিয়া। যোগ করা সময়ে ফ্রান গার্সিয়া আরেকটি গোল করে বড় জয় নিশ্চিত করেন রিয়াল মাদ্রিদের। এই জয়ে লিগে টানা তৃতীয় ম্যাচ জিতল মাদ্রিদ, আর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ওপর চাপও বজায় রইল।

জ/ই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft