উদ্যোক্তা আমেনা বেগমের ওপর হামলা, নিরাপত্তাহীনতায় পরিবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫ পিএম আপডেট: ০৫.০১.২০২৬ ৮:০৭ পিএম

চট্টগ্রামের সন্দীপের মেয়ে উদ্যোক্তা আমেনা বেগম নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। এবি এক্সপোর্ট এন্ড ইমপোর্ট নামে ব্যক্তি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন ঢাকার উত্তরায়।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে নারী উদ্যোক্তা ও সমাজকর্মী আমেনা বেগম ধারাবাহিকভাবে হামলা, হুমকি, মিথ্যা মামলা ও চাঁদাবাজির শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এসব ঘটনার সঙ্গে স্থানীয়ভাবে পরিচিত কিছু কুখ্যাত সন্ত্রাসী জড়িত, যাদের বিভিন্ন রাজনৈতিক দলের মদদপুষ্ট বলে দাবি করা হয়েছে।


আমেনা বেগম দীর্ঘদিন ধরে নারী উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করে আসছেন। এ কারণে তিনি এলাকার কিছু ধর্মীয় সংগঠন ও স্বার্থান্বেষী মহলের কাছ থেকে নিয়মিত হুমকি পাচ্ছেন বলে জানিয়েছেন। তিনি বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (BWCCI)-এর সঙ্গে ২০১৭ সাল থেকে একজন সক্রিয় সমাজকর্মী হিসেবে যুক্ত রয়েছেন।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ১১ জুলাই অফিস শেষে উত্তরা সেক্টর–১৩ এলাকায় বের হলে কয়েকজন ব্যক্তি তাকে অনুসরণ করে এবং তার ওপর শারীরিক হামলা চালায়। এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা গ্রহণ করেনি বলে তিনি দাবি করেন। তার ভাষ্যমতে, অভিযুক্তরা এলাকার রাজনৈতিক প্রভাবশালী ও তথাকথিত সম্মানিত ব্যক্তিদের ঘনিষ্ঠ সহযোগী হওয়ায় পুলিশ ব্যবস্থা নেয়নি।
এছাড়াও এ বছরের ১৬ নভেম্বর তার ওপর আরেকটি গুরুতর হামলার ঘটনা ঘটে। হামলায় তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে বাধ্য হন। তবে ওই ঘটনার পরও তিনি কার্যকর কোনো পুলিশি সহায়তা পাননি বলে অভিযোগ করেন।

জানা গেছে, আমেনা বেগমের স্বামী দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন। এই সুযোগকে কাজে লাগিয়ে একটি কুচক্রী মহল তাকে আরও বেশি করে হয়রানি ও হুমকি দিয়ে আসছে বলে পরিবার সূত্রে দাবি করা হয়েছে।

আমেনা বেগমের জন্ম চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায়। তিনি ২০১৭ সালে “এবি এক্সপোর্ট অ্যান্ড ইমপোর্ট” নামে একটি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি বিসিক ট্রেনিং ইনস্টিটিউটে (প্রাক্তন এসসিআইটিআই) অস্থায়ীভাবে কাজ করেছেন। পাশাপাশি তিনি মার্কেটিং ও নতুন উদ্যোক্তা তৈরির বিষয়ে বিভিন্ন কর্মশালা ও সেমিনারে বক্তব্য দিয়েছেন।


তিনি যমুনা ফ্যাশন লিমিটেড (ঢাকা), বিজি কালেকশন লিমিটেড (গাজীপুর) এবং এম. টি. সোয়েটারস লিমিটেড (গাজীপুর সদর)সহ দেশের বিভিন্ন পোশাক কারখানার সঙ্গে কাজ করেছেন।

সংশ্লিষ্ট মহলের মতে, একজন নারী উদ্যোক্তা ও সমাজকর্মী হিসেবে আমেনা বেগম পরিকল্পিতভাবে রাজনৈতিক প্রভাবশালী চক্র ও ধর্মীয় স্বার্থান্বেষী গোষ্ঠীর টার্গেটে পরিণত হয়েছেন। অভিযোগ রয়েছে, এসব গোষ্ঠী তাদের রাজনৈতিক পরিচয় ও ক্ষমতার অপব্যবহার করে তার ওপর একের পর এক হামলা, ভয়ভীতি, মিথ্যা মামলা ও চাঁদাবাজির মাধ্যমে তাকে স্তব্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ধারাবাহিক হামলা ও হুমকির কারণে তিনি ও তার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও মানবাধিকারকর্মীরা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   হামলা   মামলা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft