ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ ও দন্ত সুরক্ষা বিষয়ক সেমিনার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৯:৪০ পিএম

ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের উদ্যোগে গত ১১ ও ১২ ডিসেম্বর ডেঙ্গু প্রতিরোধ ও দন্ত সুরক্ষা বিষয়ক একটি সচেতনতামূলক সেমিনার প্রতিষ্ঠানের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমানের সভাপতিত্বে এবং রেসিডেন্সিয়াল অফিসার মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় সেমিনারে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়াসহ প্রতিষ্ঠানের অন্যান্য প্রশিক্ষকবৃন্দ। 

বিএনপির আরও ২১ নেতা বহিস্কার

বিএনপির আরও ২১ নেতা বহিস্কার

বিএনপির আরও ২১ নেতা বহিস্কার

বিএনপির আরও ২১ নেতা বহিস্কার


সেমিনারে পাবলিক হেলথ বিশেষজ্ঞ ডাঃ রথীন্দ্রনাথ সরকার ডেঙ্গু রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি ডেঙ্গুর লক্ষণ, চিকিৎসা পদ্ধতি ও প্রতিরোধে করণীয় বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দ্রুত রোগ শনাক্তকরণ ও ভ্যাকসিনেশনের গুরুত্ব নিয়েও তিনি আলোকপাত করেন। 

আরও পড়ুন: ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই জাম্প করবেন আশিক চৌধুরী

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে দন্ত সুরক্ষার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় বক্তব্য রাখেন ডাঃ রথীন্দ্রনাথ সরকার (নাবিকদের মুখ ও দাঁতের স্বাস্থ্য সুরক্ষা,বিভিন্ন রোগ ও তার চিকিৎসা বিষয়ে) ডাঃ গোকুল চাঁদ কুন্ডু (ডেঙ্গু রোগ ও তার প্রতিরোধের বিষয়ে) জনাব ড. তসলিম হাসান ও অ্যাডভোকেট সোহান হোসেন সাগর ও জাহাজ সম্বন্ধে বাস্তবমুখী আলোচনা করেন। কিভাবে সমুদ্রে জাহাজে থেকে মানসিক দক্ষতা  বৃদ্ধি করা যায়, পাশাপাশি বাংলাদেশের সমুদ্র আইন সম্বন্ধে কিছু ধারনা দেয়া হয়। 

এসময় মুখের ক্যান্সার শনাক্ত ও প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পান, তামাক, সুপারি, জর্দা, সাদা পাতা, গুলসহ বিভিন্ন তামাকজাত পণ্য পরিহারের আহ্বান জানানো হয়। পাশাপাশি ওরাল হেলথ হাইজিন বজায় রাখা এবং তিন থেকে ছয় মাস অন্তর দন্ত চিকিৎসকের মাধ্যমে মুখ ও দাঁতের নিয়মিত ফলোআপ চেকআপ করার পরামর্শ দেওয়া হয়। 

বিএনপির আরও ২১ নেতা বহিস্কার

বিএনপির আরও ২১ নেতা বহিস্কার


এছাড়া এনফোর্ডস বাংলাদেশ লিমিটেডের মেডি প্লাস-এর রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ মজনুর রহমান টুথপেস্ট, টুথব্রাশ ও সঠিকভাবে দাঁত ব্রাশ করার নিয়ম সংক্রান্ত পোস্টার উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে মেডি প্লাস-এর পক্ষ থেকে ৩০০ জন নবীন নাবিককে সৌজন্য স্মারক হিসেবে টুথপেস্ট প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন- এডভোকেট সাব্বির আহমেদ, এডভোকেট সোহান হোসেন, সাংবাদিকবৃন্দ, রোটারি ক্লাবের প্রতিনিধিবৃন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেডিকেল  বিশ্ববিদ্যালয় এর অতিথি বৃন্দ। সেমিনারে প্রধান আলোচক ছিলেন ডাঃ রথীন্দ্রনাথ সরকার রবিন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। বিশেষ আলোচক ছিলেন ডক্টর তসলিম হাসান, ডিরেক্টর এম এস টি গ্রুপ, ডাঃ গোকুল চাঁদ কুন্ডু চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্যান্য   চট্টগ্রাম   ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট   সেমিনার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft