কোম্পানীগঞ্জে উদয় এইড ফাউন্ডেশনের উদ্যোগে ৪৫০জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:৪৩ পিএম

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় উদয় এইড ফাউন্ডেশন আয়োজিত সর্ববৃহৎ বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার সকালে বসুরহাট পৌরসভা মিলনায়তনে ৪৫০জন মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হয়। 

এর আগে গত ৭ নভেম্বর কোম্পানীগঞ্জ, কবিরহাট ও ফেনীর দাগনভুঞা উপজেলার ১১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮হাজার ৫শ শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। বৃত্তি প্রদান অনুষ্ঠানে উদয় এইড ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রনালয়ের যুগ্ম সচিব (প্রশাসন) কাজী নুরুন্নাহার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এসোসিয়েশনের মহাসচিব মুহাম্মদ মাজহারুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাদ্রাসা পরিদর্শক প্রফেসর আবদুল মান্নান, ল্যান্ড সার্ভে আপীল ট্রাইবুনাল কুমিল্লার জেলা জজ শফিকুল ইসলাম, কক্সবাজার জেলা বিচারিক আদালতের অতিরিক্ত জেলা জজ আমিরুল হায়দার চৌধুরী, কবিরহাট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর হাফেজ মুহাম্মদ মাহবুবুর রহমান ওসমানী, কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

আরও পড়ুন : কোম্পানীগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

এসময় প্রথম পুরস্কার হিসেবে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের মাদলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র আবরার ফায়াজের হাতে ল্যাপটপ ও অপর ৪৪৯ জন বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট, সনদ ও নগদ অর্থ তুলে দেন অতিথিরা।

এসময় বক্তারা বলেন, উদয় এইড ফাউন্ডেশনের এমন উদ্যোগ গ্রামীণ শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, যা আগামী প্রজন্মের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft