প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:২৪ পিএম

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন এবং দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার প্রত্যয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে শহীদদের স্মরণে বসুরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, কৃষি কর্মকর্তা বেলাল হোসেন, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা তরুন তপন চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আবু নাছের, বীর মুক্তিযোদ্ধা নুরনবী, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার বেলায়েত হোসেন, বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসাইন, হাজারীহাট স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ শেখ সাদী ভুইয়া প্রমুখ।
জ/দি