প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১:১৩ পিএম

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণে ৪৮ ঘণ্টার সময়সীমা শেষে নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
১৪ ডিসেম্বর রোববার সকাল ১১টায় বানিজ্য নগর চাচঁকৈড় এলাকায় পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। এ সময় বিভিন্ন স্থানে থাকা অবৈধ রাজনৈতিক ব্যানার ও ফেস্টুন অপসারণ করা হয়।
অভিযানে গুরুদাসপুর পৌরসভা সহযোগিতা করে। উপজেলা প্রশাসন জানায়, উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে সব ধরনের রাজনৈতিক ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ড অপসারণ করে এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।
জ/দি