প্রকাশ: রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ১২:১৯ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি স্মরণ করা হয়। সকাল ৯টায় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। পরে সকাল ৯টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘বজ্রকণ্ঠ’-এ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম।
আলোচনা সভায় শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতায় তাঁদের অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, চিকিৎসক, সাহিত্যিকদের হত্যা করেছিল। তাঁদের সেই আত্মত্যাগ জাতি চিরকাল গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা আকরাম শেখ, শেখ ওমর আলী, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার সৈকত বড়ুয়া, পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী, সমাজসেবা কর্মকর্তা প্রকাশ চক্রবর্তী, ফায়ার সার্ভিস, পুলিশ ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
আলোচনা শেষে শহিদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর উপজেলা চত্বরে বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিকাল ৩টায় কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে অংশ নেবে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলো
জদি/দি