প্রকাশ: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৮ পিএম

নাটোরের গুরুদাসপুরে বহুল প্রত্যাশিত মডেল মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও দোয়া-মোনাজাতের মাধ্যমে মসজিদের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আরিফ হোসেন, পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব, গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা আফরোজ এবং সহকারী কমিশনার (ভূমি) আসাদুল। এছাড়াও ধর্মীয় ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও স্থানীয় মুসল্লিগণ অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত পরিচালিত হয়। মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিরা আসর ও মাগরিবের নামাজ আদায় করেন। নামাজ শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ সময় বলেন, মডেল মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি হবে ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও সামাজিক মূল্যবোধ চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সরকার সারাদেশে মডেল মসজিদ নির্মাণের মাধ্যমে ইসলামি মূল্যবোধ বিস্তারে কাজ করে যাচ্ছে।