বান্দরবানে জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট শুরু
লুৎফুর রহমান (উজ্জ্বল), বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৭:৫৫ পিএম

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে শুরু হলো বান্দরবান পার্বত্য জেলা পরিষদ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট। আজ মঙ্গলবার বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর আয়োজনে জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক শামীম আরা রিনি উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।

এসময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ এর চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাহী কর্মকর্তা মুহা:আবুল মুনসুর, সদস্য আবুল কালাম আজাদ, সদস্য উবাথোয়াই মার্মা, জেলা ক্রীড়া অফিসার মো.রেজাউল করিমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং জেলা পরিষদের কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সিরাজগঞ্জে জামায়াত প্রার্থী-সমর্থকদের উপর হামলা, আহত ১৫

উদ্বোধনী দিনের খেলায় প্রতিদ্বন্ধিতা করে বান্দরবান পৌরসভা ফুটবল দল ও বান্দরবান সদর উপজেলা ফুটবল দল। টান টান উত্তেজনাপূর্ণ এই খেলায় বান্দরবান পৌরসভা ফুটবল দল ২-০ গোলে বান্দরবান সদর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে।

আয়োজকরা জানান, এবারের টুর্ণামেন্টে বান্দরবানের ৭টি উপজেলা আর বান্দরবান পৌরসভা ফুটবল দলসহ মোট ৮টি দল অংশগ্রহণ করছে।আগামী ১৪ ডিসেম্বর টুর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ করা হবে। টুর্নামেন্টে অংশ নেয়া সকল দলকে আকর্ষণীয় পুরস্কার এবং বিজয়ী দলকে দেয়া হবে গোল্ডকাপ ট্রফি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   বান্দরবান   ফুটবল টুর্ণামেন্ট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft