প্রকাশ: মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ১:০৮ পিএম আপডেট: ০৯.১২.২০২৫ ৮:১১ পিএম

মুন্সিগঞ্জের শ্রীনগর ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোযাত্রী নিহত হয়েছেন। সেইসাথে, গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওমপাড়া বটতলা এলাকায় এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশুদা বেগম (৪৫) শ্রীনগরের ওমপাড়া এলাকার দেলোয়ার শিকদারের স্ত্রী। আহতরা হলেন, আব্দুর মহিম (৩০) ও মহসিন (৪৫) ও অজ্ঞাত আরেকজন। পরে, ফায়ার সার্ভিসের সদস্যরা আহত তিনজনকে উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালিয়েছি। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবে হাইওয়ে থানা পুলিশ।
জদি/দি