প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ১:৫৯ পিএম আপডেট: ০৮.১২.২০২৫ ৭:৫৩ পিএম

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে একটি নৌকা থেকে অন্তত ১৭ জন অভিবাসী ও আশ্রয়প্রার্থীর মরদেহ উদ্ধার করেছে দেশটির কোস্টগার্ড। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
গত শনিবার (৬ ডিসেম্বর) ক্রিটের দক্ষিণ-পশ্চিমে প্রায় ২৬ নটিক্যাল মাইল (৪৮ কিমি) দূরে মরদেহগুলো ও দুইজন জীবিত ব্যক্তিকে পাওয়া যায়। গ্রিক কোস্টগার্ডের এক নারী মুখপাত্র এএফপিকে জানান, সব মৃত ব্যক্তি 'পুরুষ'। 'দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডুবে যাওয়ার কারণ এখনো পরিষ্কার নয়।'
অ্যাথেন্স নিউজ এজেন্সি জানায়, গ্রিসের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ইআরটি জানিয়েছে, নৌযানটির ভেতর থেকে মৃতদেহগুলো উদ্ধার করা হয়েছে।
গত এক বছরে লিবিয়া থেকে ইউরোপে পৌঁছানোর নতুন পথ হিসেবে অভিবাসীরা ক্রিট দ্বীপকে বেছে নিচ্ছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানায়, এ বছর এখন পর্যন্ত ১৬,৭৭০ জন আশ্রয়প্রার্থী সেখানে পৌঁছেছে।
গত জুলাইয়ে প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিসের নেতৃত্বাধীন গ্রিসের রক্ষণশীল সরকার অভিবাসীদের আশ্রয় শুনানি স্থগিত করে, বিশেষ করে লিবিয়া থেকে ক্রিটে পৌঁছানোদের ক্ষেত্রে।
২০১১ সালে ন্যাটো-সমর্থিত বিদ্রোহে দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে উৎখাত ও হত্যা করার পর থেকেই লিবিয়া অস্থিরতায় ভুগছে।
জদি/জ