ক্রিকেটারের সঙ্গে প্রেমের গুঞ্জনে ম্রুণাল ঠাকুর
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৫:২২ পিএম

ভারতীয় ক্রিকেটারের সঙ্গে বলিউডের অভিনেত্রীদের প্রেমের সম্পর্ক নতুন নয়। আজাহার-সংগীতা, শর্মিলা-টাইগার, যুবরাজ-হেজল, হরভজন-গীতা ওআনুশকা-বিরাট কোহলির মতো এবার ক্রিকেটারের প্রেমে পেড়েছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। গুঞ্জন ছড়িয়েছে দেশটির জাতীয় দলের ক্রিকেটার শ্রেয়াস আইয়ারের সঙ্গে প্রেম করছেন তিনি।  

সামাজিকমাধ্যমে কয়েক সপ্তাহ ধরেই ম্রুণালের সঙ্গে ক্রিকেটার শ্রেয়াস আইয়ার এবং অভিনেতা ধানুশের নাম জড়িয়ে নানা পোস্ট ভাইরাল হয়েছে। ‘সন অব সারদার ২’ প্রিমিয়ারে ম্রুণাল ও ধানুশের একসঙ্গে উপস্থিতি এই গুজবকে আরও উসকে দিয়েছে। 

এ পর্যন্ত ম্রুণাল বা তার টিম কারও পক্ষ থেকে প্রেমের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। ম্রুণাল বরাবরই জানিয়ে এসেছেন যে ব্যক্তিগত জীবন নিয়ে অযথা গুজব বা অনুমান তাকে বিচলিত করে না। নিজের কাজের প্রতি মনোযোগী থেকে তিনি জীবনের অমূলক বিতর্ককে বাধা হতে দিতে চান না। 

আরও পড়ুন : অর্থ পাচার মামলায় ফেঁসে গেলেন নেহা শর্মা?

তবে নতুন পোস্ট থেকে স্পষ্ট-অমূলক জল্পনা-কল্পনা উড়িয়ে হাস্যরসের মাধ্যমে পরিস্থিতি সামলাতে ম্রুণাল পছন্দ করেন। অভিনেত্রীর সাম্প্রতিক প্রেমের জল্পনা-কল্পনা নিয়ে এবার সরাসরি কিছু না বললেও, ইনস্টাগ্রামে একটি হাস্যরসপূর্ণ পোস্টের মাধ্যমে গুঞ্জন উসকে দিয়েছেন। 

সম্প্রতি তিনি একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় ম্রুণাল আরাম করে বসে আছেন এবং তার মা মাথায় তেল দিয়ে মেসেজ দিচ্ছেন। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ওরা বলে, আমরা হাসি। পুনশ্চ: গুঞ্জন মানে বিনামূল্যে জনসংযোগ, আর আমি বিনামূল্যের জিনিস ভালোবাসি। কোনো নাম উল্লেখ না করলেও সময় এবং সাম্প্রতিক জল্পনা-কল্পনার সঙ্গে মিলিয়ে এটি ইঙ্গিত করছে যে, তার ব্যক্তিগত জীবন নিয়ে উত্থাপিত আলোচনা লক্ষ্য করেই এই পোস্ট। 

আরও পড়ুন : সমালোচনার মুখে সুর পাল্টালেন টুইঙ্কেল খান্না

ম্রুণালকে সর্বশেষ দেখা গেছে ‘সন অব সারদার ২’তে। আগামীতে মুক্তি পাচ্ছে ‘দো দিওয়ানে শহর মে’, যেখানে ম্রুণালের বিপরীতে রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী। সিনেমাটি পরিচালনা করেছেন রবি উদ্যাবা এবং প্রযোজনা করছে সঞ্জয় লীলা বানশালী, প্রেমা সিং, উমেশ কুমার বনশল ও ভারত কুমার রাঙ্গা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft