সমালোচনার মুখে সুর পাল্টালেন টুইঙ্কেল খান্না
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৪:৩৫ পিএম

বলিউড অভিনেত্রী কাজল ও টুইঙ্কেল খান্নার যৌথ সঞ্চালনায় একটি শো এরই মধ্যে টেলিভিশনের পর্দায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। তবে জনপ্রিয়তার পাশাপাশি শো-টিতে তারকাদের খোলামেলা আড্ডা ও বেফাঁস মন্তব্য ঘিরে বিতর্কও কম হচ্ছে না। সম্প্রতি স্বামীদের বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে টুইঙ্কেল খান্নার একটি মন্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়। তীব্র সমালোচনার মুখে অবশেষে সেই মন্তব্যের সাফাই গাইলেন অক্ষয়পত্নী।

গত অক্টোবর মাসে সম্প্রচারিত একটি পর্বে টুইঙ্কেল খান্না মন্তব্য করেছিলেন, ‘স্বামীদের বিবাহবহির্ভূত শারীরিক সম্পর্কে আপত্তি নেই। এসব ছোট ভুল বলে এড়িয়ে যাওয়া যায়।’ পরকীয়াকে এত হালকাভাবে দেখা এবং একে ‘ছোট ভুল’ আখ্যা দেওয়ায় নেটিজেনদের রোষানলে পড়েন তিনি।

বিতর্ক ধামাচাপা দিতে এবার মুখ খুললেন টুইঙ্কেল। নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি দাবি করেন, বিষয়টি অহেতুক বড় করা হচ্ছে। টুইঙ্কেল বলেন, ‘এটা এমন কোনো গুরুতর বিষয়ই নয়। এটা নিয়ে অহেতুক এত সমালোচনা হচ্ছে। এটা মজাচ্ছলেই আমরা বলেছিলাম। যদি একবিবাহ বা একজন সঙ্গীকে নিয়ে সকলে সারাজীবন সত্যিই অতিবাহিত করতে পারত, তাহলে সেটা নিয়ে আমরা অবশ্যই ভেবেচিন্তে কথা বলতাম। এটা নিতান্তই রসিকতা ছিল।’

আরও পড়ুন : এবার প্রভাসের বিপরীতে কাজল

অর্থাৎ, তিনি বোঝাতে চেয়েছেন যে সমাজের বাস্তব চিত্র এবং আদর্শ পরিস্থিতির মধ্যে পার্থক্য রয়েছে বলেই তারা বিষয়টি নিয়ে রসিকতা করেছিলেন।

তবে এই শো-কে ঘিরে বিতর্ক এখানেই শেষ নয়। সম্প্রতি অপর একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহ্নবী কাপুর ও করণ জোহর। সেখানে সঞ্চালিকারা প্রশ্ন তোলেন, ‘মানসিকভাবে ঠকানো নাকি শারীরিকভাবে ঠকানো-কোনটা বড় অপরাধ?’ তাদের এই স্পর্শকাতর তুলনা ও মন্তব্য নিয়েও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চলছে।

শো-এর সঞ্চালক হিসেবে কাজল ও টুইঙ্কেলের এমন সব মন্তব্য শো-এর টিআরপি বাড়ালেও, ব্যক্তিগত জীবনে তাদের মনমানসিকতা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft