দুরেফিশানে মুগ্ধ দর্শক
বিনোদন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১২:২৪ পিএম

১৫ সেপ্টেম্বর থেকে জিও টিভিতে প্রচারের পরপরই আলোচনার ঝড় তুলেছে ‘সানওয়াল ইয়ার পিয়া’। টেলিভিশন থেকে ইউটিউব- সব মাধ্যমেই সাড়া ফেলেছে সিরিয়ালটি। সিরিয়ালটি পরিচালনা করছেন দানিশ নাওয়াজ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুরেফিশান সেলিম। তাঁর অভিনয়ে মুগ্ধ দর্শক। এতে আরও দুই চরিত্র আছেন ফিরোজ খান ও আহমেদ আলী আকবর। ১৭ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত সিরিয়ালটি সর্বোচ্চ ২৬ লাখ বার দেখা হয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে হানিয়া আমিরের আলোচিত সিরিয়াল ‘মেরি জিন্দেগি হ্যায় তু’। ত্রিভুজ প্রেমের গল্পটি লিখেছেন হাশিম নাদিম খান, সিরিয়ালের গল্পটা অনেকটা সিনেম্যাটিক। আলিয়ার (ফিরোজ খান), পিয়া (দুরেফিশান) ও সানওয়াল (আহমেদ আলী আকবর)- তিন তরুণ-তরুণীকে ঘিরে গল্পটি আবর্তিত হয়েছে। এর মধ্যে পিয়ার চরিত্রটা খানিকটা রহস্যময়। তিনি শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন, তা জানতে অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

আরও পড়ুন : খালেদা জিয়ার সুস্থতায় তমালিকার প্রার্থনা

সিরিয়ালটিতে সিনেম্যাটিক স্টাইলে খুনোখুনি, রক্তারক্তি আর গোলাগুলির দৃশ্য রয়েছে। পাকিস্তানের গণ্ডি পেরিয়ে বাংলাদেশ ও ভারতেও সিরিয়ালটি আলোচিত হয়েছে। “পাকিস্তানি ড্রামা রিভিউ’স বিডি গ্রুপ”-এ সিরিয়ালটি নিয়ে আলোচনা করছেন ঢাকার দর্শকরা। ফারজানা রিমা নামের এক দর্শক লিখেছেন, ‘যারা রুচিসম্মত ড্রামা দেখতে চান, তাদের জন্যই এই ড্রামা ফার্স্ট চয়েস হতে পারে।’

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft