প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৫:৩৩ পিএম

দীর্ঘদিন ধরেই অসুস্থতা নিয়ে সংগ্রাম করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানকার সিসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। দলমত নির্বিশেষে তার জন্য সামাজিকমাধ্যমে অনেকেই দোয়া চেয়ে পোস্ট করছেন। এমন আবহে খালেদা জিয়ার সঙ্গে স্মৃতিময় একটি ছবি সামনে আনলেন অভিনেত্রী তমালিকা কর্মকার।
আজ শনিবার (২৯ নভেম্বর) ফেসবুকে বিশেষ মুহূর্তে একটি ছবি শেয়ার করে সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা করেছেন এই অভিনেত্রী। লিখেছেন, ‘আপনার (খালেদা জিয়া) হাত থেকে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করেছিলাম। ২০০০ সাল, অনেক বছর, ২৫ বছর। কিন্তু এই সম্মান এই মুহূর্তটা একজন অভিনেত্রী হিসেবে আজও আমি তা মনে লালন করি।’
সবশেষে লিখেছেন, ‘বিএনপি চেয়ারপার্সন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া। আপনি সুস্থ হয়ে ফিরে আসুন। ঈশ্বরের কাছে অনেক প্রার্থনা।’
উল্লেখ্য, গত ৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছেন তমালিকা কর্মকার। মাঝেমধ্যে দেশে আসেন। গত বছরও এসেছিলেন, আবার চলেও গেছেন। এর আগে ২০২৩ সালে, নাট্যদল আরণ্যকের ৫০ বছর পূর্তি উৎসবে অংশ নিতে দেশে এসেছিলেন। চলতি বছর জানা যায়, ২০২২ সালে তমালিকা যুক্তরাষ্ট্রপ্রবাসী প্রভীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।
জ/উ