ম্যানচেস্টার সিটির স্বস্তির জয়
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১২:১২ পিএম

ইংলিশ প্রিমিয়ার লিগে অবশেষে স্বস্তির জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। শনিবার (২৯ নভেম্বর) জমজমাট লড়াইয়ে লিডসকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এদিন প্রথম মিনিটেই দলকে লিড এনে দেন ফোডেন। ২৫ মিনিটে আসে দ্বিতীয় গোল।

প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়েও পড়েও সমতা ফিরিয়েছিল লিডস। তাতে করে অপ্রত্যাশিতভাবে তিন পয়েন্ট পাওয়ার সম্ভাবনাও জাগিয়েছিল তারা।

আরও পড়ুন : দাপুটে জয়ে রিয়ালকে টপকে শীর্ষে বার্সেলোনা

কিন্তু ম্যাচের প্রথম মিনিটে সিটির হয়ে গোল করা ফিল ফোডেনই শেষ মিনিটে পার্থক্য গড়ে দেন। স্কোর ৩-২ করেন তিনি। ম্যাচে যোগ করা ১০ মিনিটের সময় নিচু শটে জাল খুঁজে নেন ফোডেন। সিটির হয়ে ২৫ মিনিটে দ্বিতীয় গোলটি করেছিলেন গাভারদিওল। 

গত সপ্তাহে নিউক্যাসল ও বায়ার লেভারকুসের কাছে টানা পরাজয়ের পর এই জয় সিটি শিবিরে স্বস্তি ফিরিয়েছে। 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft