দাপুটে জয়ে রিয়ালকে টপকে শীর্ষে বার্সেলোনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১২:০৮ পিএম

চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে হতাশাজনক হারের পর ঘুরে দাঁড়ানোর আশায় ছিল বার্সেলোনা। সেই লক্ষ্যে আলাভেসের বিপক্ষে শুরুতে পিছিয়ে পরেও লড়াই করে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা। তাতে লা লিগায় টানা চতুর্থ ম্যাচ জিতেছে বার্সা। 

এ জয়ের ফলে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে আছে স্প্যানিশ জায়ান্টরা। যদিও জাবি আলোনসোর দলের হাতে আছে একটি বাড়তি ম্যাচ। 

আরও পড়ুন : টাইগারদের ১৭১ রানের বিশাল লক্ষ্য দিল আয়ারল্যান্ড

শনিবার (২৯ নভেম্বর) ম্যাচের একদম প্রথম মিনিটে পাবলো ইবানেজের গোলে পিছিয়ে পড়ে বার্সা। তাতে শঙ্কাও জাগে তাদের নিয়ে। কিন্তু বার্সা জবাব দেয় দ্রুতই। ৮ মিনিটে লামিনে ইয়ামালের গোলে সমতা ফেরায় তারা। তার পর ২৬ মিনিটে দানি ওলমোর দারুণ ফিনিশে ম্যাচের মোড়ও ঘুরে যায়।

সংস্কারের পর ক্যাম্প ন্যুতে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামা বার্সেলোনাকে তিন পয়েন্ট সুরক্ষিত করতে দ্বিতীয়ার্ধের যোগ করা সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যোগ করা সময়ে তৃতীয় গোলটিও করেন ওলমো। 

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft