প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রেমঘটিত বিরোধের জেরে প্রেমিকার বড় ভাইয়ের হাতে মুক্তার মিয়া (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
নিহত মুক্তার মিয়া কাঁঠালকান্দি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে কচুয়া গ্রামের রাব্বান মিয়ার মেয়ে শেউলী আক্তারের সঙ্গে মুক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে মুক্তারের পরিবার বিয়ের প্রস্তাব পাঠায়, তবে মেয়ের পরিবার সম্পর্কটি মেনে না নেওয়ায় দুই পরিবারের মাঝে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।
বৃহস্পতিবার দুপুরে মুক্তার মিয়া অটোরিকশা নিয়ে চাতলপাড় বাজার থেকে কচুয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে প্রেমিকার বড় ভাই শাহালমের নেতৃত্বে ১০–১৫ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে মুক্তারের হাত, পা ও পেটে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ওসি মাকছুদ আহাম্মদ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।