নাসিরনগরে যুবককে কুপিয়ে হত্যা
নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১০:১৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রেমঘটিত বিরোধের জেরে প্রেমিকার বড় ভাইয়ের হাতে মুক্তার মিয়া (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার চাতলপাড় ইউনিয়নের কচুয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

নিহত মুক্তার মিয়া কাঁঠালকান্দি গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে। 

আরও পড়ুন- ব্রাহ্মণবাড়িয়ায় শ্রমিক ও জনগণের স্বার্থে বামপন্থী প্রতিবাদ

স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে কচুয়া গ্রামের রাব্বান মিয়ার মেয়ে শেউলী আক্তারের সঙ্গে মুক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানতে পেরে মুক্তারের পরিবার বিয়ের প্রস্তাব পাঠায়, তবে মেয়ের পরিবার সম্পর্কটি মেনে না নেওয়ায় দুই পরিবারের মাঝে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এমনকি বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

বৃহস্পতিবার দুপুরে মুক্তার মিয়া অটোরিকশা নিয়ে চাতলপাড় বাজার থেকে কচুয়া গ্রামের দিকে যাচ্ছিলেন। পথে প্রেমিকার বড় ভাই শাহালমের নেতৃত্বে ১০–১৫ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে মুক্তারের হাত, পা ও পেটে এলোপাতাড়ি আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার ওসি মাকছুদ আহাম্মদ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   ব্রাহ্মণবাড়িয়া   কুপিয়ে হত্যা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft