প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১১:৫৪ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় বুধবার বিকেলে জেলা সিপিবি, জেলা বাংলাদেশ জাসদ এবং জেলা বাসদ’র (মার্ক্সবাদী) উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ কর্মসূচি কেন্দ্র করে দেশীয় সম্পদের শোষণ, শ্রমিক অধিকার হরণ এবং পুঁজিবাদী লুটপাটের বিরুদ্ধে স্থানীয় জনগণ সরাসরি স্বর প্রকাশ করেছে।
মানববন্ধন অনুষ্ঠিত হয় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে। জেলা সিপিবির সভাপতি সাজিদুল ইসলাম সভাপতিত্ব করেন, এবং জেলা বাংলাদেশ জাসদের সদস্য প্রভাষক জাফর আহমেদ আকসির সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন জেলা সিপিবির সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মো. জামাল, ভাসানী চর্চা কেন্দ্রের সংগঠক বীর মুক্তিযোদ্ধা মতিলাল বনিক, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট আবদুন নূর, জেলা সিপিবির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম স্বপন, জেলা বাংলাদেশ জাসদের সদস্য আবুল বাশার রতন এবং জাতীয় যুবজোটের জেলা আহ্বায়ক ছিদ্দিক আহমেদ নাসির।
প্রতিবাদকারীরা স্পষ্টভাবে দাবি জানাচ্ছেন-চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে ইজারা, লালদিয়া ও পানগাঁও কন্টেইনার টার্মিনালের ইজারাচুক্তি বাতিল করা হোক। কারণ দেশের সম্পদকে পুঁজিপতি ও বিদেশি প্রতিষ্ঠানদের হাতে দিয়ে শ্রমিক ও সাধারণ জনগণ থেকে লাভ কেড়ে নেওয়া হচ্ছে-এটি পুঁজিবাদী শোষণের সরল চিত্র।
এই মানববন্ধন ও বিক্ষোভ শুধু প্রতিবাদের কৌশল নয়; এটি প্রতিফলিত করছে স্থানীয় জনগণের শ্রেণিসংঘাত, যেখানে পুঁজিপতি শ্রেণি নিজেদের মুনাফা নিশ্চিত করতে দেশের শ্রম ও সম্পদকে দখল করে রাখছে। বাম সংগঠনগুলো স্বচ্ছভাবে জানান যে, শ্রমিক ও সাধারণ জনগণের অধিকার রক্ষার জন্য গণসংগ্রাম অপরিহার্য।
ব্রাহ্মণবাড়িয়ার এই আন্দোলন প্রমাণ করে, যখন শ্রমিক ও জনগণ সংগঠিত হয়, পুঁজিবাদী শোষণ চ্যালেঞ্জের মুখোমুখি হয়। স্থানীয় জনগণের স্বার্থ ও দেশের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য এই গণসংগ্রাম ইতিহাসের ধারাবাহিক একটি অংশ।
জ/উ