আয়ারল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৭:২৪ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। বাংলাদেশ টপ অর্ডারের চার ব্যাটার তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন ও লিটন দাসকে নিয়ে একাদশ সাজিয়েছে। তাওহীদ হৃদয় ও জাকের আলী আছেন পাঁচ ও ছয় নম্বরে ব্যাটিংয়ের চিন্তায়। স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী এবং উইকেটরক্ষক ও মিডল অর্ডার ব্যাটার নুরুল হাসান নেই একাদশে।

বোলিং লাইন আপে পেস বিভাগে দুই বাঁ-হাতি পেসার শরিফুল ও মুস্তাফিজের সঙ্গে আছেন তানজিম সাকিব। স্পিন বোলিং আক্রমণ সামলাবেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ।

আরও পড়ুন- বায়ার্নকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল

আয়ারল্যান্ডের টি-২০ একাদশে টিম টেক্টর ও হ্যারি টেক্টর আছেন। মার্ক এডায়ার ও জস লিটিল জায়গা পেয়েছেন। এছাড়া টেস্ট সিরিজ খেলা কার্টুস ক্যাম্পার, লরকান টাকার, বেরি ম্যাককার্টি, ম্যাথু হামফ্রিজরা আছেন একাদশে।

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। 

আয়ারল্যান্ড একাদশ: পল র্স্টালিং, টিম টেক্টর, হ্যারি টেক্টর, লরকান টাকার, কার্টুস ক্যাম্পার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানি, মার্ক এডায়ার, বেরি ম্যাককার্টি, ম্যাথু হামফ্রিজ, জস লিটিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ক্রিকেট   বাংলাদেশ   আয়ারল্যান্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft