কারাগারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৃত্যু গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। মূলত ভারত ও আফগানিস্তানের বেশকিছু সংবাদমাধ্যম ইমরানের খানের মৃত্যু গুজব নিয়ে সংবাদ প্রকাশ করলে তা ভাইরাল হয়ে যায়।
এরই মধ্যে তার তিন বোন অভিযোগ করেন, ভাইয়ের সঙ্গে কারাগারে সাক্ষাতের দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে ‘নৃশংস মারধরের’ শিকার হয়েছেন।
ইমরান খানের বোন নরীন খান, আলীমা খান ও উজমা খান অভিযোগ করেছেন, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বাইরে জড়ো হয়ে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন তারা। এ সময়, তাদের ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থকদের ওপর পুলিশ হামলা চালিয়েছে।
এদিকে, এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে ইমরান খানের দল পিটিআই। পাশাপাশি সরকারকে সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিকভাবে জানানোর আহ্বান জানিয়েছেন তারা। এছাড়াও, পরিবারের সদস্যদের সাথেও দেখা করার সুযোগ দেয়ার দাবি তাদের। সেইসাথে, গুজব ছড়ানোর পেছনের কারণ খুঁজতে তদন্তের আহ্বান জানিয়েছে পিটিআই।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান খান। গত তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইমরান খানের সঙ্গে তার তিন বোনকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন। এ থেকে ইমরান খান সমর্থকদের সন্দেহ, তাকে কারাগারে হত্যা করা হয়েছে।
জ/দি