দৌলত‌দিয়ায় ফে‌রিতে ছদ্মবেশে নৌপুলিশের অ‌ভিযান, ৩ জুয়া‌ড়ি গ্রেফতার
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ১১:১৫ এএম

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত ফেরিতে ছদ্মবেশে অ‌ভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামা‌দি ও নগদ টাকাসহ ৩ জুয়াড়িকে গ্রেফতার করেছে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁ‌ড়ি।

বৃহস্প‌তিবার (২৭ নভেম্বর) সকা‌লে দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ও‌সি ত্রিনাথ সাহা এর সত্যতা নিশ্চিত করেন। এর আগে, এদিন রাতে দৌলতদিয়া ৭ নম্বর ফে‌রিঘা‌টে অবস্থানরত শাহ মখদুম ফেরিতে অ‌ভিযান চালি‌য়ে তা‌দের  গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— গোয়ালন্দের দে‌ৗলত‌দিয়া  বাহারচর গ্রামের মৃত ওহেদ ফকিরের ছেলে মো. বাবু ফকির (৩২), উত্তর দৌলতদিয়ার মৃত তারক আলি মণ্ডলের ছেলে মো. হাসান মন্ডল (৫০) ও ফকির পাড়ার মৃত আব্দুল ফকিরের ছেলে তারা ফকির (৩০)।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতে দৌলত‌দিয়া নে‌ৗ-পুলিশ ফাঁ‌ড়ির এক‌টি টিম গোপন সংবাদের ভিত্তিতে ছদ্মবেশে লুঙ্গি পরে দৌলতদিয়া-পাটু‌রিয়া নে‌ৗরুটের দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে অভিযান পরিচালনা করে। এ সময় জুয়াখেলার তাস ও নগদ টাকাসহ ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়।

দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ও‌সি ত্রিনাথ সাহা জানান, জুয়াড়ি একটি দলে বেশ কয়েকজন থাকে। অ‌ভিযানের সময় পু‌লিশ দেখে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ৩ জনকে আটক করা হয়। এ সময় হয়তো আরও কয়েকজন যাত্রীদের সাথে মিশে গেছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft