ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভারি শিলাবৃষ্টির আঘাতে আহত আড়াইশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৪:০৭ পিএম

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে ভারি শিলাবৃষ্টির আঘাতে আহত হয়েছে প্রায় আড়াইশ' জন। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর। রোববার (২৩ নভেম্বর) দেশটিতে ভারি বৃষ্টিপাতের পাশাপাশি শুরু হয় শিলা বর্ষণ। সাধারণের তুলনায় আকারে বেশ বড় এবং ভারী বরফখণ্ডগুলো আঘাত হানে এরেচিম শহর এবং এর আশপাশের এলাকায়। শিলাবৃষ্টির আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য যানবাহন এবং বাড়ির ছাদ। ক্ষয়ক্ষতির শিকার ১০ হাজারেরও বেশি পরিবার। 

আরও পড়ুন : কিরগিজস্তানে পুতিনকে রাজকীয় অভ্যর্থনা

এক ভিডিও ফুটেজে দেখা যায়, অনেক শিলাখণ্ড 'বেসবল-আকারের' যা বাড়িঘর ও ব্যক্তিগত সম্পত্তি ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। সেইসাথে, বাসস্থানের ভেতরে বিশাল শিলাগুলো জানালা এবং কাচের দরজায় আঘাত করছে এবং ভেঙে ফেলছে। 

স্থানীয় সরকার জানিয়েছে, ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরিচ্ছন্নতায় কাজ করছে সিভিল ডিফেন্স, অগ্নিনির্বাপক এবং সামরিক ব্রিগেডের কর্মীরা। যোগ দিয়েছে স্বেচ্ছাসেবকরাও।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft