শুধু দামি মুকুটই নয়, মিস ইউনিভার্স ফাতিমার পুরস্কার জানলে চমকে যাবেন!
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১:৫২ পিএম

থাইল্যান্ডের ব্যাংককে ৭৪তম আসরের গ্র্যান্ড ফাইনাল শেষে বিশ্বসুন্দরীর মুকুট উঠল মেক্সিকোর ফাতিমা বশ-এর মাথায়। শুক্রবার অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ১২২ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে জয় ছিনিয়ে নেন ২৬ বছর বয়সী ফাতিমা। এরই মধ্য দিয়ে চতুর্থবারের মতো এই শিরোপা জয় করল মেক্সিকো। 

তবে মিস ইউনিভার্স হিসেবে ফাতিমার প্রাপ্তি শুধু ৫ মিলিয়ন ডলার মূল্যের জমকালো মুকুটের মধ্যেই সীমাবদ্ধ নয়। মুকুট জয়ের মাধ্যমে তিনি যে পুরস্কার ও সুযোগ-সুবিধার অধিকারী হলেন, তার আর্থিক ও ব্যবহারিক মূল্য জানলে যে কেউ চমকে যাবেন।

আরও পড়ুন : সমর্থন করার জন্য ধন্যবাদ জানালেন মিথিলা

মিস ইউনিভার্স অর্গানাইজেশন (MUO) আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের পুরস্কারের সংখ্যা ঘোষণা না করলেও, অভ্যন্তরীণ সূত্র বলছে, নতুন বিশ্বসুন্দরীর জন্য গত বছরের বিজয়ী ভিক্টোরিয়া কেয়ারের মতো প্রায় একই ধরনের পুরস্কার প্যাকেজ থাকছে। জানা গেছে, পুরস্কারের কাঠামো এমনভাবে তৈরি করা হয়, যেখানে বিশ্বজয়ী বিভিন্ন ভ্রমণ খরচ, সাক্ষাৎকার, এবং বিভিন্ন প্রজেক্ট বাবদ প্রাথমিক তহবিল এবং মাসিক আয় পান।

অনুমান করা হচ্ছে, ২০২৫ সালের বিজয়ীর পুরস্কারের তালিকায় আড়াই লক্ষ মার্কিন ডলার রয়েছে; অর্থাৎ, ২ কোটি ৭৭ লাখ টাকার বেশি।

এছাড়াও ধার্য্য করা হয় মাসিক বেতন। আর অঙ্ক প্রতি মাসে প্রায় ৫০,০০০ মার্কিন ডলার বা ৫৫ লাখ টাকার বেশি।

আরও পড়ুন : আমার বয়স বেশি না, তবুও এমন কেন হয়?

প্রাইজ হিসেবে ভ্রমণ ও সাঁজ সজ্জার জন্য আলাদা করে খরচ রাখা হয়। যা দিয়ে বিশ্বব্যাপী ভ্রমণ, ফ্যাশন এবং প্রসাধন খরচ করতে পারবেন বিজয়ী; যা বহন করবে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।

এদিকে এবারের মুকুটজয়ী ফাতিমার মাথায় উঠেছে পাঁচ মিলিয়ন ডলারেরও বেশি দামের যে মুকুট; যা শুধু রাজকীয় উৎসবের গৌরবই নয়, বিশ্বের অন্যতম ব্যয়বহুল ও দুর্লভ মুকুট হিসেবেও পরিচিত। তবে মুকুটের ঝলকানিই ফাতিমার অর্জনের শেষ নয়। বিশ্বসুন্দরী হিসেবে সামনে তার জন্য অপেক্ষা করছে এক বিস্তৃত, বৃহৎ প্রাইজবন্ড।

যেমন, নিউইয়র্ক সিটিতে সম্পূর্ণ খরচ বহন করা বিলাসবহুল আবাসন, সার্বক্ষণিক গ্ল্যাম স্কোয়াড ও সুস্থতা দলের সহায়তা, ব্যক্তিগত চালকসহ ভ্রমণের সুবিধা এবং পাঁচ-তারা হোটেলে থাকার সুযোগ। 

আরও পড়ুন : সংগ্রাম থেকে সাফল্যের শিখরে শেহনাজ গিল

পাশাপাশি বড় ব্র্যান্ডের সঙ্গে এনডোর্সমেন্ট, আন্তর্জাতিক রেড কার্পেট ও গালা ইভেন্টে অংশগ্রহণ, আর বিশ্বব্যাপী দাতব্য সংস্থার সঙ্গে কাজ করার মতো মর্যাদাপূর্ণ সুযোগও যুক্ত হবে তার ক্যারিয়ারে। সব মিলিয়ে এই পুরস্কারের লম্বা তালিকা প্রমাণ করে, মিস ইউনিভার্স শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং এটি বিজয়ীকে বিলাসী জীবনের অনন্য দরজাও খুলে দেওয়ার পথও। সূত্র: গালফ নিউজ

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft