শততম টেস্টে ফিফটির দেখা পেল মুশফিক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:১৭ পিএম

মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের শততম টেস্টে দায়িত্বশীল ব্যাটিংয়ে জ্বলে উঠেছেন মুশফিকুর রহিম। শুরু থেকেই ধীরস্থির ব্যাটিং করে তিনি তুলে নিয়েছেন দারুণ এক ফিফটি। মাইলফলকে পৌঁছাতে তার লাগে ১০৯ বল।

৭০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২২৬। দলের চাপে দাঁড়িয়ে মুশফিক একাই অপরাজিত ৬৩ রান করে ইনিংস ধরে রেখেছেন। দ্রুত তিন উইকেট হারানোর পর প্রয়োজন ছিল অভিজ্ঞতার ছাপ, ঠিক সেটাই দেখিয়েছেন তিনি।  

আরও পড়ুন- সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে হোয়াইট হাউস ডিনারে রোনালদো

শট বাছাই, পরিস্থিতি বোঝা ও রান গড়ে তোলায় তার ব্যাটে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ। আবারও প্রমাণ করেছেন, বড় ম্যাচে কেন তিনি দলের সবচেয়ে ভরসার ব্যাটার।

অন্যপ্রান্তে মুমিনুল হকও খেলেছেন গুরুত্বপূর্ণ ইনিংস। তবে মুশফিকের ফিফটির কিছুক্ষণ পরই ম্যাকব্রাইনের বলে বালবার্নির হাতে ক্যাচ তুলে দিয়ে তিনি আউট হন ৬৩ রানে।

এখন মুশফিককে সঙ্গ দিতে ক্রিজে নেমেছেন লিটন দাস, এগিয়ে নিতে চাইছেন বাংলাদেশের প্রথম ইনিংস। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খেলাধুলা   ক্রিকেট   বাংলাদেশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft