মস্কোতে পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৪১ এএম আপডেট: ১৯.১১.২০২৫ ১:১৬ পিএম

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। মঙ্গলবার, ক্রেমলিনে মিলিত হন তারা।

ক্রেমলিন একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা গেছে পুতিন ও জয়শঙ্কর বৈঠকের আগে হাত মিলাচ্ছেন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, আলোচনায় রাশিয়ার কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা, যার মধ্যে প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভও অংশগ্রহণ করেছিলেন। তবে আলোচ্য বিষয়গুলোর বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে, সোমবার (১৭ নভেম্বর) মস্কো পৌঁছান তিনদিনের সফরে। মূলত, এসসিও বৈঠকে অংশগ্রহণের জন্য মস্কো গিয়েছেন জয়শঙ্কর ।

তিনি সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরগেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক এজেন্ডার বিষয়গুলো নিয়ে আলোচনা হয় এবং দুই দেশের বার্ষিক শীর্ষ সম্মেলনের প্রস্তুতি নিয়ে মনোযোগ দেয়া হয়।

এসময় আলোচনায় বসেন পুতিন-জয়শঙ্করসহ দু'দেশের প্রতিনিধিরা। দ্বিপাক্ষিক নানা বিষয়ে কথা বলেন তারা। আসন্ন রাশিয়া-ভারত সম্মেলন নিয়ে রুশ প্রেসিডেন্টকে অবহিত করেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। এর আগে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেন এস. জয়শঙ্কর। সাংহাই কো-অপারেশনের প্রতিনিধিদের বৈঠক ঘিরে বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন ভারতীয় কর্মকর্তারা।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft