যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করবে সৌদি আরব
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৪৪ এএম

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছেন, তাদের দেশ আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রে ১ ট্রিলিয়ন ডলারের বিনিয়োগ করবে। এই বিনিয়োগ মূলত অবকাঠামো, প্রযুক্তি ও নবায়নযোগ্য শক্তির খাতকে কেন্দ্র করে হবে। এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট এ তথ্য জানায়। 

ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেছেন, 'আমরা আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও শক্তিশালী করতে এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সম্প্রসারণের জন্য যুক্তরাষ্ট্রে বৃহৎ বিনিয়োগ করতে যাচ্ছি।'

তিনি আরও জানিয়েছেন, বিনিয়োগের লক্ষ্য সৌদি আরবের অর্থনীতিকে বৈচিত্র্যময় করা এবং প্রযুক্তি, স্বাস্থ্যসেবা ও পরিবেশবান্ধব খাতগুলোতে নতুন সুযোগ সৃষ্টি করা।

বিশ্লেষকরা বলছেন, এই বিনিয়োগ কৌশলটি সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ককে আরও গভীর করবে এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও প্রযুক্তি সহযোগিতার সুযোগ বাড়াবে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft