ব্রাজিলে নাম সংকট, অলিতে গলিতে হাজারো নেইমার!
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১:০৩ পিএম

এক এলাকায় যদি একই নামের একাধিক কেউ থাকেন, তাহলে সেটা কিছুটা বিব্রতকর। ওই নামটি ধরে যদি পেছন থেকে ডাকেন, তাহলে তাদের বুঝতে ঘাম ছুটবে কাকে ডাকছেন? আর সেই নামটা যদি হয় সেলিব্রিটির নামে? ফুটবলের দেশ ব্রাজিলে হয়তো এমন অস্বস্তিকর পরিস্থিতির অবতারণা হতে যাচ্ছে।

শুনতে বিস্ময়কর শোনা গেলেও একটা পরিসংখ্যান বলছে এই কথা। ব্রাজিলে নেইমার নাম এতই জনপ্রিয় যে, সেখানে প্রায় আড়াই হাজার মানুষের নাম এই ফরোয়ার্ডের নামে। তাদের মধ্যে ৫০ জন আবার মেয়ে। প্রিয় ফুটবলার বা ক্রিকেটারের নামে ছেলেমেয়ের নাম রাখা নতুন কিছু নয়। কিন্তু তা যদি হাজার দুয়েক ছাড়িয়ে যায়, তখন তা মনোযোগ কাড়তে বাধ্য। সম্প্রতি গ্লোবো এমন একটি পরিসংখ্যান প্রকাশ্যে এনেছে।

আরও পড়ুন : লাজিওকে হারিয়ে শীর্ষে ইন্টার

তাদের তথ্যমতে ব্রাজিলে মোট ২৪৪৩ জন মানুষের নাম নেইমার। দেশের ২৭ রাজ্যে তার নামে মানুষ আছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মিনাস গেরাইসে (৩৭২ জন)। এরপরে রয়েছে সাও পাওলো (৩৪০ জন), আমাজোনাস (২৩৯ জন) ও বাহিয়া (২৩২ জন)।

নেইমারের ফুটবলে অভিষেক হয় ২০০৯ সালে সান্তোসে। তখন ব্রাজিলে ‘নেইমার’ নামধারী মানুষের সংখ্যা ছিল একশরও কম। সময় যত গেছে, নেইমার দ্যুতি ছড়িয়েছেন, বেড়েছে তার নামে নামকরণ।

আরও পড়ুন : জাহানারার অভিযোগে বিসিবির ‘জিরো টলারেন্স’ : বুলবুল

তবে নামের দিক থেকে ব্রাজিলে নেইমার কিন্তু সবচেয়ে জনপ্রিয় নন। সেখানে তাকে পেছনে ফেলেছেন আর্জেন্টিনার সাবেক ফুটবলার- হুয়ান রোমান রিকেলমে।

আইবিজিই–এর তথ্য অনুযায়ী, ব্রাজিলে ‘রিকেলমে’ নামধারী মানুষের সংখ্যা ২৫ হাজার ৯৪২ জন। নব্বই দশকের শুরুর দিকে ব্রাজিলে ‘রিকেলমে’ নাম ছিল মাত্র ২২৮ জন। কিন্তু তার ক্যারিয়ারের সময়ে অর্থাৎ ২০০০ থেকে ২০০৯ সালের মধ্যে সেই সংখ্যাটা বেড়ে হয় ১২ হাজার ২২০।

আরও পড়ুন : রোমাঞ্চকর জয় পিএসজির

ব্রাজিলে যে ফুটবল পূজনীয় খেলা, সেটা না বললেও চলে। তবে এতটাই যে, ফুটবলারদের নামেই সন্তানদের নাম রাখতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে তারা। নাকি নাম সংকটে ভুগছে দেশটি, সেই প্রশ্ন উঠতেই পারে?

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাজিল   নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft