রোমাঞ্চকর জয় পিএসজির
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২:২০ পিএম

ফ্রেঞ্চ লিগ ওয়ানে রোমাঞ্চকর লড়াইয়ে দারুণ জয় পেয়েছে পিএসজি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে হোয়াও নেভেসের গোলে লিওঁ'কে ৩-২ গোলে হারিয়েছে তারা।

রোববার (৯ নভেম্বর) নিজেদের মাঠ গ্রুপামা স্টেডিয়ামে পিএসজিকে আতিথ্য দেয় লিওঁ।

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই আক্রমণে উঠে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা চালায় সফরকারী পিএসজি। তবে পাল্টা আক্রমণে খেলা জমিয়ে দেয় স্বাগতিকরাও।

ম্যাচের ২৬তম মিনিটে জাইরে এমেরে'র গোলে পিছিয়ে পরার ৪ মিনিট পর সমতায় ফেরে স্বাগতিকরা। খানিকবাদে খাভিচার গোলে আবারও এগিয়ে যায় পিএসজি। ২-১ গোলে পিছিয়ে প্রথামার্ধ শেষ করার পর দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও লিওঁ'কে সমতায় ফেরান নাইলস।

ম্যাচ যখন নিশ্চিত ড্র'য়ের দিকে এগিয়ে যাচ্ছিল তখন ব্যবধান গড়ে দেন নেভেস। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে কর্ণার থেকে হেডে পিএসজি'র ৩-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন তিনি।

এ জয়ে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করল প্যারিসের ক্লাবটি।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft