বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার নতুন কমিটি
ইবি (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১:২০ পিএম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন (বৈবিছাআ) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে এস এম সুইট ও সদস্য সচিব হিসেবে ইয়াশিরুল কবির সৌরভকে মনোনীত করা হয়েছে। গতকাল শনিবার (৮ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মুইনুল ইসলাম, ও মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। 

কমিটির অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক পংকজ রায়, যুগ্ম আহ্বায়ক সজীব ইসলাম, জাফর ইকবাল, আদিল মাহমুদ আসিফ, মিশনু আল আসনাউন, মো: তারেক জাহান জয়, আবু সাঈদ শিহাব উদ্দীন ও মো. মিনহাজুর রহমান মাহিম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মুবাশ্বির আমিন, যুগ্ম সদস্য সচিব বাধন বিশ্বাস স্পর্শ, মোস্তাকিম, সোহান, মো: আব্দুল্লাহ, রাজু, মোস্তাকিম, আবু সাঈদ ও শিহাব উদ্দীন, মুখ্য সংগঠক গোলাম রব্বানী, সংগঠক ইমরান হোসেন, মোহন রায়, আশিদুল ইসলাম, দীনবন্ধু রায় দেবা, শাকিল শেখ, আশিকুর রহমান, ফয়সাল মিয়া, শুভ আহমেদ রাজিব, পার্থ প্রতিম চক্রবর্তী ও সোহান ও মুখপাত্র সাদিয়া মাহমুদ মিম।

আরও পড়ুন : শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা: গণশিক্ষা উপদেষ্টা

কমিটির সদস্যরা হলেন- ফাইয়াজ লুবাত, ফাইন কাজী, মুতাসিম বিল্লাহ রায়হান, সৈয়দ রশীদ-নূর প্রদীপ, নিরব আলী, রিফাত হোসেন, রুহুল আমিন, মো: রিপন ইসলাম রতন, স্বাধীন, মোঃ জীম, জোবায়ের বিন লতিফ, মোঃ ইমরান শেখ, কে এম রিফাত তানজিম প্রিতম, চয়ন কুন্ডু, মোঃ হিমেল মোল্লা, মোঃ মেহেদী হাসান ও প্রণব শর্মা।

নব মনোনীত সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভ বলেন, "শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই আন্দোলনের সকল শহিদকে যাদের রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ। আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে সেটা শুধু দায়িত্ব নয় সেটা একটা আমানত। শিক্ষার্থীদের অধিকার রক্ষা, দেশের খেটে খাওয়া মানুষদের পক্ষে কথা বলা এবং একাত্তর ও জুলাই চেতনার সমন্বয়ে দেশ গঠনের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব। এক্ষেত্রে সকল শিক্ষার্থী ও ছাত্রসংগঠনগুলোর সহোযোগিতা কামনা করছি।"

আরও পড়ুন : শিক্ষকদের আন্দোলনে পড়াশোনার ক্ষতি হলে কঠোর ব্যবস্থা: গণশিক্ষা উপদেষ্টা

নব মনোনীত আহ্বায়ক এস এম সুইট বলেন, " কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে তারা আমার উপর আস্থা রেখে এ দায়িত্ব অর্পণ করেছেন। শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় কাজ করার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর সহোযোগিতা কামনা করছি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন   ইসলামী বিশ্ববিদ্যালয়     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft