নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারীর পা বিচ্ছিন্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১১:৫১ এএম

নারায়ণগঞ্জের সাইনবোর্ড-চাষাড়া লিংক রোডে সড়ক দুর্ঘটনায় এক নারী গুরুতরভাবে আহত হয়েছেন। রোববার (০৯ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের জলকুড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন আন্ডারপাসের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে ওই নারীর পা বিচ্ছিন্ন হয় বলে জানা গেছে। 

স্থানীয়রা জানান, সাইনবোর্ড থেকে চাষাড়ামুখী একটি কাভার্ডভ্যান একই পথে চলমান একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে দুই আরোহীর একজন অজ্ঞাতপরিচয় (২৪) নারী ছিটকে পড়ে যান। এসময় কাভার্ডভ্যানটির চাকা তার ডান পায়ের ওপর দিয়ে গেলে হাঁটুর নিচ থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।

আরও পড়ুন : মধ্যরাতে মোহাম্মদপুরে গাড়ির গ্যারেজে আগুন

দুর্ঘটনার পর স্থানীয় পথচারীরা দ্রুত আহত নারীকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতাল পাঠান। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে এই দুর্ঘটনাটি ঘটে। এসময় মোটরসাইকেলের নারী গুরুতর আহত হযন। দুর্ঘটনায় তার পা বিচ্ছিন্ন হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতাল পাঠানো হয়েছে। মোটরসাইকেল ও কাভার্ডভ্যান দুটিই জব্দ আছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নারায়ণগঞ্জ   সাইনবোর্ড   চাষাড়া   সড়ক দুর্ঘটনা   আহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft