
ঢাকার চলচ্চিত্র অভিনেত্রী পরীমণি সম্প্রতি তার জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের প্রেক্ষিতে প্রসূন আজাদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন।
পরীমণি মালয়েশিয়ায় ২৩ অক্টোবর থেকে ১০ দিনের বিশেষ সফরে জন্মদিন উদযাপন করেন। দেশে ফেরার পর ৫ নভেম্বর রাজধানীর নোঙ্গর রেস্টুরেন্টে সাংবাদিক ও মিডিয়ার প্রতিনিধিদের জন্য একটি বিশেষ আয়োজন করেন, যেখানে উপস্থিত ছিলেন বিভিন্ন সেলিব্রিটি। এ সময় প্রসূন আজাদ অনুষ্ঠান সংক্রান্ত কিছু অভিজ্ঞতা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিক্ত মন্তব্য করেন।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে পরীমণি স্পষ্ট করেন, প্রসূনকে তার পার্টিতে ডাকার কোনও অপমানজনক উদ্দেশ্য ছিল না।
পরীমণি লেখেন, ‘প্রিয় প্রসূন আজাদ, আপনি লিখেছেন যে আমি আমার লোক দেখানো পার্টিতে আপনাকে দাওয়াত দিয়ে এনে অপমান করেছি! আপনি বলেছেন, আমি আমার নাম রৌশন করতে সান্ডা-পান্ডা লোক রাখি যারা গেস্টদের জিজ্ঞেস করে, তারা কারা। আচ্ছা আপু, সত্যিই কি মনে হয় আমি আপনাকে ছোট করার জন্য আমার ইভেন্টে দাওয়াত করব? কখনোই না, বোন।’
অভিনেত্রী আরও বলেন, ‘আপনি জানেন আমি আপনাকে কতখানি পছন্দ করি। আমাদের দেখা না হলেও আপনার এক টিভি সাক্ষাৎকার দেখে মুগ্ধ হয়ে সাংবাদিক ইমু ভাইয়ের কাছ থেকে আপনার ফোন নম্বর নিয়ে কল করেছিলাম। সেদিন অনেক কথা হয়েছিল। আমি আপনাকে বলেছিলাম, “আপনি একজন খাঁটি মানুষ, পিওর সোল।” আপনার বাচ্চাদের নিয়ে আপনার জার্নিটা আমাকে সত্যিই অনুপ্রাণিত করে।’
নিরাপত্তাকর্মীদের আচরণ নিয়ে প্রসূনের অভিযোগের জবাবে পরীমণি ব্যাখ্যা দেন, যে নিরাপত্তা দায়িত্বে ছিলেন তারা তার নিজস্ব নিয়োগকৃত লোক ছিলেন না, বরং আয়োজক প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট টিমের সদস্য ছিলেন। তাদের কাজ ছিল অনুষ্ঠানে জনসমাগম নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করা, কাউকে অপমান করা নয়।
স্ট্যাটাসের শেষভাগে পরীমণি প্রসূনকে সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়ে বলেন, “আপনার খারাপ লেগেছে, তবে আপনি আমাকে সরাসরি একটি টেক্সট পাঠাতে পারতেন। আমি সত্যিই দুঃখিত।”
এর আগে প্রসূন তার সোশ্যাল মিডিয়ায় পোস্টে পরীমণির পার্টিকে ‘লোক দেখানো’ আখ্যায়িত করেন এবং নিরাপত্তাকর্মীদের আচরণকে অপমানজনক উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন।
পরীমণির প্রকাশিত ব্যাখ্যা ও দুঃখপ্রকাশের মাধ্যমে দুই অভিনেত্রীর মধ্যে সংঘটিত বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের বার্তা পাওয়া গেছে।
জ/উ