২০২৫ সালের বুকার প্রাইজ পেলেন ডেভিড সালয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ১২:০৩ পিএম আপডেট: ১১.১১.২০২৫ ৫:০৬ পিএম

চলতি বছর সাহিত্যের অন্যতম সম্মানজনক পুরস্কার বুকার জিতলেন হাঙ্গেরিয়ান-ব্রিটিশ লেখক ডেভিড সালয়। সোমবার (১০ নভেম্বর) লন্ডনে ঘোষণা করা হয় ৫১ বছর বয়সী এই বিজয়ীর নাম।

ইংরেজি ভাষায় রচিত 'ফ্ল্যাশ' উপন্যাসের জন্য খেতাবটি জয় করেন ডেভিড সালয়। যেখানে নির্যাতিত হাঙ্গেরিয়ান এক অভিবাসীর গল্প তুলে ধরেন তিনি। বিদেশে ভাগ্য গড়েও শেষ পর্যন্ত সবকিছু হারানোর হৃদয়বিদারক কাহিনীর কারণের ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে বইটি।

লেখনীতে ব্যক্তি জীবনের গভীর প্রতিচ্ছবির ছাপ রাখার জন্য দর্শকমহলে সমাহিত ৫১ বছর বয়সী সালাই। এবারে ভারতীয় ঔপন্যাসিক কিরণ দেশাই ও ব্রিটিশ লেখক অ্যান্ড্রু মিলারসহ আরও পাঁচজনকে হারিয়ে বুকার প্রাইজ জেতেন তিনি। বিশ্ব সাহিত্যের অন্যতম মর্যাদাসম্পন্ন খেতাব হিসেবে বিবেচিত এই বুকার পুরষ্কার।

পুরস্কার গ্রহণকালে সালয় তার উপন্যাসকে স্বীকৃতি দেয়ার জন্য বিচারকদের ধন্যবাদ জানিয়েছেন। ১৫৩টি উপন্যাসের মধ্যে নির্বাচিত ফ্ল্যাশ-এর বিচারক প্যানেলে ছিলেন আইরিশ লেখক রডি ডয়েল ও অভিনেত্রী সারাহ জেসিকা পার্কার। ডয়েল বলেছেন, এটি 'অদ্ভুত জীবন্ত ও অন্ধকারময়, কিন্তু পড়তে বেশ আনন্দদায়ক' উপন্যাস।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সাহিত্যে   সম্মানজনক পুরস্কার   লন্ডন   ব্রিটিশ লেখক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft