‘উপদেষ্টা মাহফুজ পদত্যাগ করলে সংসদ নির্বাচন করবেন’
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৬ অক্টোবর, ২০২৫, ১১:৩৮ এএম

অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম আগামী সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসন থেকে প্রার্থী হবেন। বিষয়টি জানিয়েছেন তার ভাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম।

শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নে জনতার উঠান বৈঠক শেষে সাংবাদিকদের দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রামগঞ্জ উপজেলা শাখার আয়োজনে লামচর ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়।

ভারত চায় না বাংলাদেশ উন্নত হোক : সাদ্দাম

মাহবুব আলম বলেন, ‘তথ্য উপদেষ্টা মাহফুজ আলম এখনও সরকারের অংশ। তবে, উনি যদি সরকার থেকে পদত্যাগ করে এনসিপিতে যুক্ত হন, তাহলে এনসিপি এবং রামগঞ্জের মানুষ আশা করছে তিনি এ আসন থেকে নির্বাচন করবেন।’

তিনি বলেন, ‘উপদেষ্টা মাহফুজ আলম আপনাদের প্রতিনিধি হয়ে আগামী সংসদে যাবেন। তিনি রামগঞ্জের যে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছেন, সেগুলোর ধারাবাহিকতা বজায় রাখবেন।’

মাদকমুক্ত সমাজ গঠন আমাদের অঙ্গীকার : এ্যানি

এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হান্নান, রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, এনসিপির সংগঠক মেহেদী হাসান, মাঈন উদ্দিন মাসুদ ও মাসুম বিল্লাহসহ অনেকে।

এদিন বক্তব্য শেষে মাহবুব আলম পানপাড়া বাজারে নতুন বাংলাদেশের ইশতেহারের লিফলেট বিতরণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  অন্তর্বর্তীকালীন সরকার   তথ্য উপদেষ্টা   মাহফুজ আলম   নাগরিক পার্টির (এনসিপি)  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft