নওগাঁর ধামইরহাট উপজেলায় গরু বোঝায় ভটভটি উল্টে নিহত ২, আহত ৪
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৬:২৮ পিএম

নওগাঁর ধামইরহাট উপজেলায় গরু বোঝাই ইঞ্জিন চালিত ভটভটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে চালক ও গরু ব্যবসায়িসহ দুইজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আরো চার গরুর ব্যবসায়ি আহত হয়েছে। শনিবার সকাল ৮টার দিকে উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের তালঝাড়ি মাঠের পাশে এ দুর্ঘটনাটি ঘটে। 

শাজাহানপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেফতার

নিহতরা হলেন-  উপজেলার আড়ানগর এলাকার ভটভটি চালক মাসুদুর রহমান মওলা (৩৫) ও একই গ্রামের গরু ব্যবসায়ি ভুট্টু (৪০)। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়- শনিবার সকালে উপজেলার আড়ানগর এলাকা থেকে একটি ভটভটি যোগে গরু নিয়ে পাশের জয়পুরহাট জেলার গরুর হাটে যাচ্ছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী। পথে বিহারীনগর-পিড়লডাঙ্গা বাইপাস সড়কের তালঝাড়ী এলাকায় একটি মোটরসাইকেল কে পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে ভটভটিটি রাস্তার নিচে খাদে ধানক্ষেতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভটভটি চালক মাসুদুর রহমান মওলা মারা যান। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম স্থানীয়দের সহযোগিতায় আহতের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়ার পথে আরো একজন মারা যান। দূর্ঘটনায় চারজন আহত হয়।

নাটোরে দুবৃত্তদের হামলায় সাবেক উপজেলার চেয়ারম্যানসহ আহত ৭

আহতদের মধ্যে সলিম ও নাজিম নামে দুইজনের অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ঈমাম জাফর বলেন, দূর্ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft