প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৬:২১ পিএম

বগুড়ার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফিন ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মামলা নং-১৭, তাং-০৮ মার্চ ২০২৫, ধারা ১৪৩/৩২৬/৩০৭/৩২৫/১১৪/৩৪ পেনাল কোড–এর আওতায় দায়ের হওয়া মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে ২৪ অক্টোবর ২০২৫ রাত ৯টা ১০ মিনিটে রহিমাবাদ বি-ব্লক ওভারব্রিজের নিচ থেকে গ্রেফতার করা হয়।
আসামি আরিফিন ইসলামের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চুরি, অস্ত্র, নারী ও শিশু নির্যাতন, মা'দক ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্তত আটটি মামলা চলমান বা তদন্তাধীন রয়েছে। কিছু মামলায় তিনি অভিযুক্ত, কিছুতে সন্দিগ্ধ ও একটি মামলায় অব্যাহতি পেয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, আরিফিন ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
জ/উ