জয়া আন্টি খুব নরম মনের মানুষ : করণ জোহর
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ২:৪১ পিএম আপডেট: ২৫.১০.২০২৫ ৪:১৩ পিএম

ছবি শিকারিদের সঙ্গে দুর্ব্যবহার করে বার বার শিরোনামে এসেছেন বলিউড অভিনেত্রী জয়া বচ্চন। তার আচরণ নিয়ে কম নিন্দা হয়নি। যেখানে-সেখানে ক্যামেরা তাক করে ছবি তোলা একেবারেই পছন্দ করেন না তিনি। অনুরাগী ও চিত্রগ্রাহকদের কথা শোনাতেও ছাড়েন না। বাস্তবেও কি এতটাই খিটখিটে জয়া? 

ছবিশিকারিদের দেখলেই কেন রেগে যান অভিনেত্রী? জানালেন বলিউড পরিচালক, প্রযোজক ও উপস্থাপক করণ জোহর।

ফের আলোচনার কেন্দ্রে শালমান শাহ হত্যা মামলা

জয়া বচ্চনের সঙ্গে করণ জোহরের পারিবারিক সম্পর্ক। ছোটবেলা থেকেই জয়াকে দেখছেন তিনি। বর্ষীয়ান এই অভিনেত্রী তার মাতৃসম, এমনটাই বলেন করণ। তার পরিচালনায় সম্প্রতি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে কাজ করেছেন জয়া। 

দিনকয়েক আগে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে জয়াকে ‘আন্টি জে’ বলে সম্বোধন করেন তিনি।

‘রাক্ষস’ ছেড়ে ‘বনলতা এক্সপ্রেস’ এ সাবিলা নূর

করণ বলেন, ‘‘ছোটবেলা থেকে ওনাকে চিনি। ছবিতে জয়া আন্টিকে পরিচালনা করার সৌভাগ্য হয়েছে আমার। ওনাদের ধারা আমরা বহন করছি। তবে যে কথাটা বলতে চাই, সেটা হল জয়া আন্টি খুব নরম মনের মানুষ। এটা সকলের জানা উচিত, বিশেষ করে ছবিশিকারিদের।’’

করণ জোহরের কাছে এমন কথা শুনে হেসে ফেলেন জয়া নিজেও। এই প্রসঙ্গে জয়া বলেন, ‘‘কোনো অনুষ্ঠান গেলে আমি নিজেই ছবি তুলতে পছন্দ করি। কিন্তু যখন কোনও ব্যক্তিগত কাজে বের হই বা কোনও অনুষ্ঠানে যাই, সেখানে চুপিচুপি ছবি তোলা পছন্দ নয় আমার।’’ সূত্র: আনন্দবাজার

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জয়া বচ্চন   করণ জোহর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft